কারোর কথায় পরোয়া করিনা, আমি জানি ও কেমন! রণজয়কে নিয়ে অকপট শ্যামৌপ্তি

Avatar

Published on:

কারোর কথায় পরোয়া করিনা, আমি জানি ও কেমন! রণজয়কে নিয়ে অকপট শ্যামৌপ্তি

ধারাবাহিকপ্রেমীদের প্রিয় ‘গুড্ডি’ এখন জি বাংলার ‘অমর সঙ্গী’ সিরিয়ালের শ্রী। সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার এই ধারাবাহিকে শ্যামৌপ্তি মুদলির বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য। সাধারণত বাংলা ধারাবাহিক সন্ধ্যের সময় সম্প্রচারিত হয় চিরাচরিত নিয়ম ভেঙে দুপুরের স্লটে সম্প্রচারিত হয় মেগা।

সম্ভবত স্লটের কারণে শুরুর পর থেকে এই সিরিয়ালটি এখনও পর্যন্ত টিআরপি তালিকায় নজরকাড়া প্রভাব ছাপ ফেলতে পারেনি। সিরিয়ালের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্যও শিরোনামে অভিনেত্রী। ‘গুড্ডি’ ধারাবাহিকের সহ অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে অহরহই দেখা যাচ্ছে তাঁদের।

   
 ⁠

দিনকয়েক আগে গোপনে লাদাখ পাড়ি দিয়েছিলেন যুগল। তা নিয়ে জলঘোলা কম হয়নি। তারপর জানা গিয়েছিল একসঙ্গে মিউজিক ভিডিয়োর শুটিং করে করছিলেন যুগল। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণজয় প্রসঙ্গে প্রশ্ন করা হয় শ্যামৌপ্তিকে। যদিও প্রশ্ন এড়িয়ে যান নায়িকা।

  
 ⁠

সাক্ষাৎকারে অকপট জানান, ‘ব্যক্তিগত জীবন নিয়ে এতদিন কোনও গুঞ্জন ছিল না। কারণ আমি চাই না। আমরা ভাল বন্ধু’। রণজয়ের প্রাক্তনদের আনা একাধিক আর্থিক তছরুপ ও ‘ব্যবহার’ করে কাজ পাওয়া প্রসঙ্গে তিনি বলেন,’সত্যি কখনও লুকিয়ে থাকে না। যে মানুষটাকে কাছ থেকে দেখছি, চিনছি, তাকেই তো বিশ্বাস করব। আমি জানি ও কেমন, সেখানে কে কী বলল, কী হল না হল, তাতে কিছু যায় আসে না। ও খুব ভাল মানুষ’।