উদ্ভাবনী আইডিয়াতেই মন জয়! রতন টাটার ছায়াসঙ্গী এই যুবককে চেনেন?

Avatar

Published on:

উদ্ভাবনী আইডিয়াতেই মন জয়! রতন টাটার ছায়াসঙ্গী এই যুবককে চেনেন?

ভারতীয় শিল্পপতিদের মধ্যে অন্যতম স্বনামধন্য শিল্পপতি রতন টাটা। তার জীবন নিয়ে যারা আগ্রহ কম বেশি সকলেরই হয়েছে। একই সঙ্গে তার জীবনের সঙ্গে জড়িয়ে মানুষগুলোকে নিয়েও আগ্রহ রয়েছে আমজনতার। তেমনি রতন টাটার সঙ্গে সর্বক্ষণের ছায়া সঙ্গী হিসেবে দেখা যায় এক যুবককে। এই যুবকের পরিচয় জানতেও উদগ্রীব সাধারণ মানুষ।

জানা গিয়েছে এই যুবকের নাম, শান্তনু নাইডু। তিনি রতন টাটার ম্যানেজার এবং ব্যক্তিগত সহকারী। শান্তনু নাইডু রতন টাটার ব্যবসার পাশাপাশি তার বিনিয়োগও দেখাশোনা করেন। রতন টাটা শান্তনুকে নিজের ছেলের মতোই ভালোবাসেন। গত কয়েক বছর ধরেই শান্তনু কাজ করছেন রতন টাটার সঙ্গে।

   
 ⁠

অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন শান্তনু। জানা যায় তাকে কর্নেল থেকে এমবিএ করতে সাহায্য করেছেন রতন টাটা। শান্তনুর গ্র্যাজুয়েশন প্রোগ্রামে যোগ দিতে রতন টাটা নিজেই কর্নেল বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। সেখান থেকেই রতন টাটার সঙ্গে কাজ করার সুযোগ পান তিনি। বছর ২৯-এর যুবক তার উদ্ভাবনী আইডিয়া দিয়ে রতন টাটার মন জয় করেছেন।

  
 ⁠

জানা যায়, শান্তনু শুধুমাত্র টাটার স্টার্ট-আপ বিনিয়োগের ধারনা দেন। শান্তনুরও নিজের কোম্পানি আছে। যার নাম গুডফেলো। জীবনের শেষ পর্যায়ে সর্বোত্তম সুযোগ-সুবিধা দেওয়ার জন্য কাজ করে তার এই সংস্থা। এ ছাড়া তার একটি এনজিও রয়েছে।