নবাব পত্নী শর্মিলা ঠাকুরের তিন ছেলেমেয়ে নিয়ে সুখের সংসার। কিন্তু এই তিন ছেলে মেয়ের মধ্যে সবথেকে বেশি জেদি কে? যা উত্তর দিয়েছিলেন শর্মিলা ঠাকুর তা শুনে অবাক হয়ে গিয়েছিলেন তার পুত্রবধূ করিনা কাপুর। শাশুড়ির থেকে এহেন উত্তর যেন আশাই করেননি তিনি।
একবার এক রেডিও শো তে এসে সাইফ আলী খান, সোহা আলি খান এবং সাবা আলী খানের মধ্যে কে সবথেকে বেশি জেদী তা জানতে চাওয়া হয় শর্মিলা ঠাকুরের কাছে। করিনা ভেবেছিলেন উত্তরটা হয়তো সইফ আলী খান হবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে এক অন্যই উত্তর দিয়েছিলেন শর্মিলা ঠাকুর। যা শুনে তার যোগ্য নিয়ে পাল্টা প্রশ্ন করেছিলেন আবার করিনা। এমনকি নিজের উত্তরের যথেষ্ট ব্যাখ্যাও দিয়েছিলেন শর্মিলা।
শর্মিলা ঠাকুর সইফ আলি খানের নাম করেননি। বড় মেয়ে সাবার নামও নেননি। উল্লেখ করেছিলেন সোহা আলি খানের। এর ব্যাখ্যা হিসেবে শর্মিলা ঠাকুর জানিয়েছিলেন, “আসলে আমার ছেলেকে নানারকমভাবে ম্যানিপুলেট করা যায়। ওর মন ঘুরিয়ে দেওয়া যায়। কিন্তু সোহাকে সেটা পারা যায় না”।
শর্মিলা ঠাকুর আজও বলিউডের অন্যতম চার্মিং স্টার। খুব শীঘ্রই তিনি বলিউড থেকে টলিউড কাঁপাতে শুরু করে দিয়েছিলেন। বর্তমানে অভিনয় থেকে বেশ কিছুটা দূরে। একের পর এক ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
ষাটের দশকে সিনেপর্দায় বিকিনি লুকে আগুন ঝরিয়ে ছিলেন বঙ্গ তনয়া শর্মিলা ঠাকুর। ‘অ্যান ইভিনিং ইন প্যারিস’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল নীল রঙের বিকিনি পড়তে।