বিজ্ঞান বনাম জ্যোতিষ চর্চা, জিতবে কে? ১৬ বছর পর অভিনব গল্প বলতে আসছে মিঠুন-দেবশ্রী জুটি

Avatar

Published on:

বিজ্ঞান বনাম জ্যোতিষ চর্চা, জিতবে কে? ১৬ বছর পর অভিনব গল্প বলতে আসছে মিঠুন-দেবশ্রী জুটি

১৬ বছর পর জুটি বেঁধে ফিরছেন দেবশ্রী রায় ও মিঠুন চক্রবর্তী। পুজোয় মুক্তি পাবে তাঁদের নতুন ছবি শাস্ত্রী। এবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। আর তারপর থেকেই উত্তেজনা ভক্তদের মধ্যে।

আগেই জানা গিয়েছিল পরিচালক পথীকৃৎ বসুর নতুন ছবি ‘শাস্ত্রী’তে দেখা যাবে মিঠুন ও দেবশ্রীকে। ছবিটি প্রযোজনা করছেন অভিনেতা ও প্রযোজক সোহম চক্রবর্তী। এর আগে ত্রয়ী’, ‘এমএলএ ফাটাকেষ্ট’, ‘মহাগুরু’, ‘ফেরারি ফৌজ’, ‘অভিমন্যু’, ‘টাইগার’, ‘শুকনো লঙ্কা’ ছবিতে তাদের একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে।

   
 ⁠

লেখিকা দেবারতি মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। বিজ্ঞান বনাম জ্যোতিষের দ্বন্দ্ব উঠে আসবে এই ছবিতে। ছবির গল্প আবর্তিত হবে পরিমল সান্যালকে কেন্দ্রে রেখে। পরিমলের জীবনের দু’টি অধ্যায় তুলে ধরা হবে ছবিতে। পরিমলের স্ত্রী সরলার ভূমিকায় অভিনয় করবেন দেবশ্রী রায় ।

  
 ⁠

ছবির পরিচালক পথিকৃৎ বসু বলেন, “আমি অনেকের কাছে ছবিটা নিয়ে গিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সোহমদা (সোহম চক্রবর্তী) এবং রানেদা (নিসপাল সিং রানে) ছবিটি করার জন্য উদ্যোগী হন। মিঠুনদা এখানে অনেক বড় ভূমিকা পালন করেছেন। শুধু পর্দায় নয়, ক্যামেরার আড়ালেও তিনি ছবিটাকে অর্গানাইজ করেছেন”

মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় ছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোাপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, রজতাভ দত্ত, সৌরসেনী মৈত্র এবং সোহম চক্রবর্তী। দেবশ্রী রায় বলেন, “আমি এই ছবিটার আগে যে কটা ছবির জন্য প্রস্তাব পেয়েছি সব কটা না করে দিয়েছি। ভেবেছিলাম এই ছবিটাও আমি না করে দেব। কিন্তু সোহম আসার জন্য অনুরোধ করল। আমি এসে গল্পটা যখন শুনলাম আমার বেশ ভালো লাগলো”।