আজ তাকে গোটা বিশ্ব চেনে। অমিতাভ বচ্চন শুধু নামটাই যথেষ্ট এখন। শোলে তাঁর কেরিয়ারের অন্যতম জনপ্রিয় ছবি। কিন্তু প্রথমে এই ছবি করার কথা ছিল অন্য এক অভিনেতার। তিনি প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় অমিতাভ বচ্চন সেই ছবি করেন।
১৯৭৫ সালে মুক্তি শোলে এবং দিওয়ার। বিগ-বির তারকা হওয়ার পথে এই দুই সিনেমার ভূমিকা অনস্বীকার্য। কিন্তু এই ছবি করার জন্য কখনোই প্রথম পছন্দ ছিলেন না অমিতাভ। বরং অন্য অভিনেতাকে দেওয়া হয়েছিল প্রস্তাব। তিনি সেই প্রস্তাব নাকচ করায় অমিতাভের কাছে যায় সেই প্রস্তাব।
দিওয়ার’ ও ‘শোলে’-র জন্য প্রথম পছন্দ ছিলেন শত্রুঘ্ন সিনহা। কিন্তু দুটি চরিত্রই শত্রুঘ্ন সিনহা ফিরিয়ে দেন। যদিও এখন সেই কারণে আফসোস করেন তিনি। তবে দুটি ছবিতেই অমিতাভের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছিলেন শত্রুঘ্ন।
১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ প্রথম ছবি অমিতাভ বচ্চনের। কিন্তু একেবারে মুখ থুবড়ে পড়ে সেই ছবি। ২০০০ সালে ‘মহব্বতেঁ’ ছবির মাধ্যমে নতুন ইনিংস শুরু করেন অমিতাভ। সে বছর তিনি সঞ্চালনাও শুরু করেন জনপ্রিয় টেলিভিশন গেম শো ‘কওন বনেগা ক্রোড়পতি’র।