সিনেমা

কী ভীষণ ব্যক্তিত্ব, এখনও রোমাঞ্চিত হতে হয়! ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ শিবপ্রসাদের

শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা দাসের নতুন সিনেমা আসছে রক্তবীজ। সেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বর্ষীয়ান প্রখ্যাত অভিনেতা ভিক্টর ব্যানার্জিকে। এ বর্ষিয়ান অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এক প্রথম শাড়ির সংবাদমাধ্যমকে তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

পরিচালক তথা প্রযোজক জানিয়েছেন, প্রথমে খানিকটা ভয়ে ভয়ে মেসেজ করেছিলেন ভিক্টর বাবুকে। এরপর সে দিক থেকে পাল্টা প্রতিক্রিয়া আসতে ফোন করেছিলেন তিনি। এরপর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হো চি মিন সরণিতে তার বাড়িতে গিয়ে হাজির হন শিবপ্রসাদ বাবু। এরপরে সাক্ষাৎ দেন ভিক্টর ব্যানার্জি।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানান, এরপর নিজেদের পরিচয় দেন ভিক্টর ব্যানার্জিকে তিনি। কিংবদন্তি অভিনেতা জানান তিনি তাদের নাম শুনেছেন। আরে সুখ্যাতিও শুনেছেন অনেক। এরপর পরিচালক তাকে স্ক্রিপ্ট শুনিয়েছিলেন। অবশেষে তার সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন ভিক্টর ব্যানার্জি।

তবে বেশ কিছু শর্ত আরোপ করেছিলেন শুটিং এর আগে। জানিয়েছিলেন শুটিংয়ে গিয়ে তিনি কিছুই খান না। পাশাপাশি জিজ্ঞেস করেছিলেন অন্যান্য কলাকৌশলীরা সকলেই সময় আসবেন কিনা। শিবপ্রসাদ বলেন, “আপনার সঙ্গে কাজ করছে, সবাই অবশ্যই আসবে।’ চিত্রনাট্য পছন্দ হওয়ার পরে, ওঁকে অনুরোধ করেছিলাম, যদি নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে একটা পরিচয়পর্বের আয়োজন করি। উনি রাজি হয়েছিলেন।”

স্মৃতি হাতরে সিনেমার পরিচালক জানান, “উনি সবসময় হাতে একটা ছড়ি নিয়ে আসতেন। কী ভীষণ ব্যক্তিত্ব একটা মানুষের। দীর্ঘ কর্মজীবনে আমি যেমন অনেকের সঙ্গেই কাজ করেছি, তেমন অনেককে পরিচালনা না করতে পারার আফসোসও রয়ে গিয়েছে”। পরিচালকের সংযোজন, ভিক্টর ব্যানার্জির সঙ্গে কাজ করা একটা রোমাঞ্চের মত।

Back to top button