বলিউডের এই অভিনেত্রী দুই বোন রাখি পড়ালেন একে অপরকে! দেখুন তো চেনেন কিনা?

Avatar

Published on:

বলিউডের এই অভিনেত্রী দুই বোন রাখি পড়ালেন একে অপরকে! দেখুন তো চেনেন কিনা?

আজ রাখি পূর্ণিমা। ভাই না থাকলে অনেকেই রাখিতে আফসোস করেন। কিন্তু এই দুই অভিনেত্রী বোন পরস্পরকে রাখি বাঁধলেন। সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার ছবি শেয়ার করলেন। এনারা বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী। দেখুন তো চিনতে পারেন কিনা।

বছরের পর বছর তাঁদের সম্পর্ক আরও সুন্দর হয়েছে। রাখীর দিনে পুরোনো কথা ভাগ করে নেন তাঁরা। পাশাপাশি তাঁরা আজ দু’জনে কীভাবে আজকের দিনটি উপভোগ করছেন তাও জানান। এই দুজন হলেন শিল্পা শেঠি ও শমিতা শেঠি।

   
 ⁠

শমিতা বলেন, “যেহেতু আমি একা থাকি, তাই যে কোনও উৎসবই আমি আমার পরিবারের সঙ্গে উদযাপন করতে বেশি পছন্দ করি। আমি মুনকির (শিল্পার ডাকনাম) বাড়িতে আসি এবং তাঁদের সঙ্গে এই দিনটা কাটাই”।

  
 ⁠

তিনি বলেন, ” একটা বিষয় ছোট থেকে আমাদের মধ্যে গেঁথে দেওয়া হয় যে, ভাইয়ের হাতে রাখি বাঁধতে হয়, কারণ সে ছেলে, আর ছেলেরাই রক্ষা করে। কিন্তু আমার দিদি আমার সব বিপদে আমার পাশে থাকে, সব কিছু থেকে আমাকে রক্ষা করে। তাই কখনই আমি ভাইয়ের অভাব বোধ করি না”।

বোনের কথায় সহমত জানিয়ে শিল্পা পাল্টা বলেন, “যাই ঘটুক না কেন, আমরা সব সময় একে অপরের পাশে থাকি, আর সেটা থাকতেও হবে। এই মানসিকতা নিয়ে বড় হয়েছি। তাই রাখির দিনও আমরা একসঙ্গে থাকি। শুধু রাখির বন্ধন নয়, আমাদের এই রক্তের বন্ধন আমাদের একত্রে বেঁধে রাখে”।

ছোটবেলার স্মৃতি হাতড়ে অভিনেত্রী বলেন, “আমাদের বোনদের মারামারির অনেক স্মৃতি রয়েছে। কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে পরিপক্কতা এসেছে, আমরা একে অপরকে বুঝতে পেরেছি এবং সত্যিই একে অপরের জন্য আছি সব সময়। আমাদের সম্পর্ক সত্যিই অনেকটা বদলেছে। এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আমি মনে করি, আমরা একে অপরকে ছাড়া এই জায়গায় পৌঁছতে পারতাম না”।