বিনোদন

জুতো পরেই পতাকা উত্তোলন! ধিক্কার জানাতেই পাল্টা জবাব দিলেন শিল্পা শেট্টি

সবাই নিজের নিজের মত করেই পালন করেছেন স্বাধীনতা দিবস। এর মধ্যে বাদ যাননি তারকারাও। নিজেদের মতো আনন্দ করে দেশের প্রতি ভক্তি জানিয়ে তাঁরাও পালন করেছেন দেশের মুক্তির আনন্দ। সেই রকমই শিল্পা শেঠিকেও দেখা গেছে পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করতে। কিন্তু সেই ছবি পোস্ট হতেই বিতর্ক ছড়িয়েছে।

সবার মত জাতীয় পতাকা উত্তোলন করার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। কিন্তু সেখানে দেখা যাচ্ছে জুতো পড়ে পতাকা তুলছেন তিনি। আর ছবি দেখেই রেরে করে তেড়ে এসেছেন নেটিজেনরা। যে যার মত করে শিক্ষণীয় পাঠ দিয়েছেন অভিনেত্রীকে। যদিও বেশ কিছু অনুরাগী তাঁকে আবার সমর্থনও করেছেন।

কেউ কেউ লিখেছেন, “তোমার চপ্পল খুলে ফেলা যাওয়া উচিৎ ছিল”। কারোর মন্তব্য, “আপনি যদি দেশের পতাকা ওড়াতেই চান, তাহলে দয়া করে জুতো খুলে পতাকার দড়ি স্পর্শ করুন। এটা অনুরোধ। জয় হিন্দ জয় ভারত। শুভ স্বাধীনতা দিবস”। কেউ লিখছেন, “ম্যাডাম চপ্পল পরে পতাকা উত্তোলন করছেন। দয়া করে ভবিষ্যতে আর এমন করবেন না”।

জুতো পরেই পতাকা উত্তোলন! ধিক্কার জানাতেই পাল্টা জবাব দিলেন শিল্পা শেট্টি
জুতো পরেই পতাকা উত্তোলন! ধিক্কার জানাতেই পাল্টা জবাব দিলেন শিল্পা শেট্টি

তবে এই ট্রোলের পাল্টা জবাব দিয়েছেন শিল্পা। তিনি ঘুরিয়ে লেখেন, “পতাকা উত্তোলনের সময় আমি ‘নিয়মবিধি’ সম্পর্কে সচেতন। আমার দেশের প্রতি শ্রদ্ধা রয়েছে এবং পতাকা আমার হৃদয়ে এবং এই বিষয়ে এত প্রশ্ন করার কিছুই নেই। আমি একজন গর্বিত ভারতীয়”।

অভিনেত্রীর আরও সংযোজন, “আজকের পোস্টটি সেই আবেগকে ভাগ করে উদযাপন করার জন্য ছিল। সমস্ত ট্রোলারদের যাদের আমি সাধারণত উপেক্ষা করি, এই দিনে আপনারা আপনাদের অজ্ঞতা প্রচার করছেন এবং নেতিবাচকতা ছড়াচ্ছেন। তারা এসবের প্রশংসাও করতে পারবে না। তাই এবিষয়ে এর থেকে বেশি কিছুই বলার নেই”।

Back to top button