সিরিয়াল

শাশুড়ির ভাত ঘুমের ফাঁকেই ধা শিমুল! ফিরলে কি নতুন কোনও বিপদ হবে?

পাড়ার পাঁচ বউ-এর বন্ধুত্বের গল্প নিয়ে শুরু হয়েছে কার কাছে কই মনের কথা ধারাবাহিক। এই ধারাবাহিকে ইতিমধ্যেই বিয়ে হয়েছে মানালির। তবে ফুলশয্যার রাতের এক দৃশ্য দেখে রীতিমতো ক্ষেপে আগুন দর্শকরা। শাশুড়ি বউয়ের সম্পর্ক নিয়ে দারুণ টানাপোড়েন চলছে ধারাবাহিকে। এর নতুন প্লটে টানটান উত্তেজনা চলছে সিরিয়ালে।

দেখা যাচ্ছে, নতুন বউকে নিমন্ত্রন করতে এসেছে পাড়ার বউদিরা। কিন্তু তাঁর শাশুড়ি তাকে যেতে দিতে চায়না। এই অবস্থায় শিমুল বুদ্ধি খাটিয়ে ওদেরকেই বাড়িতে ডেকে নেওয়ার কথা বলে। এদিকে তো পুতুল একেবারে নাছোড়বান্দা। বিপাশার বাড়িতে যাওয়ার জন্য।

এবার বুদ্ধি খাটিয়ে শিমুল ঠিক করে, শাশুড়ি যখন ঘুমাবে তখনই বিপাশার বাড়িতে যাবে।এরপর শাশুড়ি ঘুমালেই বাড়িতে তালা দিয়ে দুজনে চুপিচুপি বেড়িয়ে যায়। এরপর বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর বাড়ি আসার জন্য ছটফট করতে থাকে শিমূল।

এদিকে বিপাশার বাড়ি গিয়েও শান্তি পায়না শিমুল। সে ভাবতে থাকে যদি তার শাশুড়ি তাদের এই কাণ্ড জানতে পারে তাহলে না জানি কি অশান্তি হবে। শেষ পর্যন্ত শাশুড়ির চোখ এড়িয়ে কি বাড়িতে ঢুকে যেতে পারবে শিমূল-পুতুলরা?

Back to top button