লাইফস্টাইল

আজ শ্রাবণ মাসের সোমবার, এই জিনিস দান করুন লাভবান হবেন

সনাতন ভক্তদের কাছে শ্রাবণের সোমবার খুবই গুরুত্বপূর্ণ দিন৷ এই দিনগুলিতে দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করা হয়৷ এই দিনে কিছু বিশেষ জিনিস দান করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়৷ তাই সকলে মেনে চলুন এই বিষয়গুলি।

শ্রাবণ মাসে সোমবারে দরিদ্র মানুষকে চাল দান করুন ৷ ভগবান শিব এবং দেবী লক্ষ্মী চাল দান করলে খুবই প্রসন্ন হন৷ আতপচালের পায়েস রান্না করে মহাদেবকে ভোগ নিবেদন করুন৷ সেই পরমান্ন বিতরণ করতে পারেন পুণ্যার্থী ও ভক্তদের মধ্যে তাহলেও পুণ্য অর্জন হয়

এছাড়া শ্রাবণের সোমবারে রুদ্রাক্ষও দান করতে পারেন৷ এটি করলে শারীরিক ও মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়৷ মহাদেবের সকল ভক্তের ইচ্ছেপূরণ হয়৷ এছাড়া মানসিক শান্তি পাওয়া যায়৷

মানসিক উদ্বেগ ও চাপ থেকে মুক্ত হতে কালো তিল দান করতে পারেন৷ এর ফলে আপনি সৌভাগ্য লাভ করতে পারবেন৷ আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে৷ জীবন থেকে বাধা বিঘ্ন দূর করে সাফল্য পেতে কোনো মন্দিরে রুপার শিবলিঙ্গ দান করতে পারেন।

Back to top button