শ্রাবণ মাসের সোমবার মহাদেবকে প্রসন্ন করতে মেনে চলুন এই নিয়মগুলি

শ্রাবন মাস হলো মহাদেবের মাস। এই মাসে শিবের পূজা করলে ও মাথায় জল ঢাললে সৌভাগ্যের মুখ দেখবেন। তাই এই মাসে সকল সোমবার অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি।
শিবলিঙ্গে জল ঢালার সময় পূর্ব দিকে মুখ করে বা পশ্চিম দিকে দাঁড়িয়ে কখনোই শিবলিঙ্গে জল অর্পণ করবেন না। সবসময় উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল অর্পণ করুন এতে মহাদেব প্রসন্ন হবেন।
শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শিব প্রসন্ন হন ও ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন। তাই প্রতি সোমবার পুনার সময় মন্ত্র জপ করুন। আর এই সময়ে পুজোর ক্ষেত্রে মহাদেবকে বেলপাতা, ধুতরো ফুল, আকন্দ ফুল, কাঁচা দুধ, ঘি, মধু এবং সাদা চন্দন অর্পণ করুন। এগুলি দিয়ে পুজো দিলে আপনার সৌভাগ্য পেতে পারবেন।
অনেকেই হয়তো জানেন না মহাদেবকে বেদানার রস দিয়ে অভিষেক করালে বিশেষ ফল পাওয়া যায়। তাই সম্ভব হলে শুদ্ধাচারে বেদানার রস দিয়ে মহাদেবের পূজা করুন।
আর এই দিন যদি বাড়িতে অচেনা মানুষ আসে তো কোনও মানুষকে ফেরাবেন না। তাদের জন্য অল্প হলেও কিছু আহারের ব্যাবস্থা করে দেবেন। কেউ যদি রুদ্ধাক্ষ ধারণ করতে চান তো শ্রাবণ মাসের সোমবার রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এটি অত্যন্ত শুভ।
এই দিন সম্ভব হলে তামা, রুপো বা কাঁসার পাত্র দিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন। শ্রাবণ মাসের সোমবারে মূলো, বেগুন, আদা এবং পেঁয়াজ-রসুন এগুলি খাবেন না। পূজার পর শিব চাল্লিশা পাঠ করবেন অবশ্যই। এই মাসে তেল দান করার রীতিকেও শুভ বলে মনে করা হয়।