লাইফস্টাইল

মহাদেবকে তুষ্ট করতে রাতের বেলা এই নিয়ম মেনে করুন শিবলিঙ্গের পূজা, উপকার পাবেন

জ্যোতিষ শাস্ত্র মতে শ্রাবণ মাসে রাতের বেলায় যদি এই কাজগুলি করা হয় তাহলে জীবনের সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। শ্রাবণ মাসে মহাদেবকে তুষ্ট করতে রাতের বেলা কি করবেন জেনে নিন-

সুখ সমৃদ্ধি পাওয়ার জন্য শ্রাবণ মাসের যে কোনও রাতে শিবলিঙ্গের সামনে প্রথমে একটি ঘি-এর প্রদীপ জ্বালিয়ে দিন। তারপর আখের রস শিবলিঙ্গের উপর ঢেলে অভিষেক করুন। শ্রাবণ মাসের রাতে এই কাজ করলে আপনার জীবনের সব আর্থিক সমস্যা মিটে যাবে। সমস্ত সম্পদ ও সমৃদ্ধি লাভ করতে সক্ষম হবেন।

আপনি যদি অর্থ সংকট এ পড়েন বা ঋণে জর্জরিত হয়ে যান, তাহলে শ্রাবণ মাসের রাতে এই কাজ আপনাকে অবশ্যই করতে হবে। প্রথমে জলের মধ্যে চাল মিশিয়ে তা রাতে শিবলিঙ্গে নিবেদন করবেন। এই কাজ করলে আপনি ঋণের থেকে মুক্তি পেতে সক্ষম হবেন।

এছাড়া যদি জলে কালো তিল মিশিয়ে শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে নিবেদন করে তাহলে আপনি জীবনের সব ধরণের সংকট থেকে মুক্তি লাভ করতে পারবেন।

Back to top button