সম্পর্ক ছাড়াও জীবনে আরও অনেক কিছু আছে! ব্যক্তিগত জীবন নিয়ে অকপট শোলঙ্কি

Published on:

সম্পর্ক ছাড়াও জীবনে আরও অনেক কিছু আছে! ব্যক্তিগত জীবন নিয়ে অকপট শোলঙ্কি

বরাবরই তাঁর স্নিগ্ধ রূপ মুগ্ধ করেছে দর্শকদের। কথা হচ্ছে বাংলা টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়কে নিয়ে। একের পর এক ধারাবাহিক ও ওয়েব সিরিজ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তাঁর ব্যক্তিগত জীবন খুব একটা চর্চায় আসেনি। সোহম মজুমদারের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছেন। এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রথম সারির সংবাদমাধ্যমকে বিশেষ সাক্ষাৎকার দিলেন তিনি।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বলেন, “ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কনসেনট্রেট করছি তা নয়, ছোটবেলায় ভাবতাম, সম্পর্কই সব। যত বয়স বাড়ছে মনে হচ্ছে, জীবনে আরও অনেক কিছু আছে। সম্পর্ক অবশ্যই গুরুত্বপূর্ণ তবে ইটস পার্ট অফ লাইফ”।

   
 ⁠

আজই বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘ভাগ্যলক্ষ্মী’। ঋত্বিক চক্রবর্তীকে দেখা গিয়েছে তাঁর বিপরীতে। অভিনেতার সঙ্গে কাজ করে তিনি অনেক কিছু শিখেছেন বলেও জানান। সিনেমার চরিত্রের খাতিরে গাড়ি চালানো শিখেছেন তিনি।

  
 ⁠

সোহম মজুমদারের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রথম সারির সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শোলাঙ্কি বলেন, “না, ও শুধুই বন্ধু। সোহমের মতো আমার আরও অনেক বন্ধু আছে। এই মুহূর্তে আমি একদম সিঙ্গেল। আগামী দিনে প্রেম নিয়ে চিন্তা করব কিন্তু এখন নয়। এখন কাজেই মন দিতে চাই। যদি কারওর সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার হয়, সেটা নিজে থেকেই হবে। জোর করে যেমন সম্পর্ক তৈরি করা যায় না তেমন জোর করে নিজেকে আটকানোও যায় না”।

২০১৮-র ফেব্রুয়রিতে বিয়ে হয় শোলাঙ্কির। পাত্র ছিলেন তাঁর ছোটবেলার স্কুল জীবনের বন্ধু শাক্য। বিয়ের পরেই নিউজিল্যান্ড পাড়ি দেন তাঁরা। বরের কাজের সূত্রেই মূলত বিদেশে যান তাঁর সঙ্গে। কিন্তু এরপর ফিরে আসেন অভিনেত্রী। আর তখন থেকেই ভৌগলিক ও মানসিক দুই দূরত্বই বাড়তে থাকে।