শঙ্খতে তেল চিটে হয়ে গিয়ে দুরবস্থা? কীভাবে সহজে পরিষ্কার করবেন ঠাকুরঘরের এই ছোট্ট জিনিসটি? রইল টিপস

Published on:

শঙ্খতে তেল চিটে হয়ে গিয়ে দুরবস্থা? কীভাবে সহজে পরিষ্কার করবেন ঠাকুরঘরের এই ছোট্ট জিনিসটি? রইল টিপস

প্রদীপ, মোম জ্বালানোর ফলে দেখা যায় ঠাকুর ঘর কিছুদিন পরপরই তেল চিটে হয়ে যায়। ঠাকুরঘর তো সার্বিকভাবে পরিষ্কার করা হয় কিন্তু ঠাকুর ঘরের ছোট ছোট জিনিস গুলিকে পরিষ্কার করতে গিয়ে কাজ ঘাম ছুটে যায়। তেমনি একটি বিষয় হল শঙ্খ। কিভাবে সহজে শঙ্খ পরিষ্কার করবেন রইল তার সহজ টিপস।

লেবু, ডিটারজেন্ট পাউডার এবং গরম জল নিতে হবে প্রথমে। লেবু, ডিটারজেন্ট এবং গরম জল ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণের সাহায্যে আপনি শাঁখ পরিষ্কার করতে পারেন। তবে শুধু শঙ্খ নয় এই মিশ্রণের মাধ্যমে আপনি পিতলের বিগ্রহ, ঘট সব কিছুই পরিষ্কার করতে পারবেন।

   
 ⁠

এরজন্য প্রথমেই গরম জল করতে হবে এবার তাতে লেবুর রস দিতে হবে। এরপর ডিটারজেন্ট মেশাতে হবে। এরপর এই মিশ্রণের গাঢ় করতে হবে। তারপর তা শাঁখে ঢালতে হবে। মিশ্রণটি কে মাখিয়ে খানিকক্ষণ শঙ্খটিকে রেখে দিতে হবে। এরপর ভালো করে ঘষে নিয়ে গরম জলে তা ধুয়ে ফেলতে হবে।

  
 ⁠

এছাড়াও বেকিং সোডা এবং সৈন্ধব লবণ দিয়েও শাঁখ পরিষ্কার করা যায়। এর জন্য সোডা এবং সৈন্ধব লবণের একটি মিশ্রণ তৈরি করুন। এরপর ওই মিশ্রণ শাঁখের মধ্যে দিয়ে পরিষ্কার করে নিন। এরপর গরম জল দিয়ে কাপড় দিয়ে মুছে নিন। এছাড়াও শঙ্খ পরিষ্কার করতে টুথপেস্ট ব্যবহার করতে পারেন।