সব থেকে কম সময়ে তৈরি বলিউডের ৮ টি চলচ্চিত্র যা কাঁপিয়ে দিয়েছিল বক্স অফিস

Avatar

Published on:

সব থেকে কম সময়ে তৈরি বলিউডের ৮ টি চলচ্চিত্র যা কাঁপিয়ে দিয়েছিল বক্স অফিস

সিনেমা তৈরি মানেই সময়সাপেক্ষ ব্যাপার। আমাদের সকলেরই হয়তো ধারণা বছর পেরিয়ে যায় একটা সিনেমা তৈরি করতে। কারণ একটা সিনেমা তৈরি করতে প্রি প্রোডাকশনে যতটা সময় লাগে তার থেকে অনেক বেশি সময় লাগে পোস্ট প্রডাকশনে। এছাড়াও মার্কেটিং, প্রচার কাস্টিং, সেন্সর বোর্ডের কাটছাঁট সমস্ত ধাপ পেরিয়ে দর্শকের কাছে সিনেমার স্ক্রীনিং যতক্ষনে পৌঁছয় ততক্ষণে প্রায় বছর ঘুরে যায়। তাই কোনও সিনেমার শুটিং শুরু হবে শুনলেও সেই সিনেমাও যতদিনে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ততদিনে আমরা হয়ত সিনেমার নামটাও ভুলে যাই।

এরমধ্যে বলিউডের বেশ কিছু ছবি রয়েছে যারা অল্প সময়ে কাজ শেষ করেছে। এতটাই অল্প সময়ে ছবির কাজ শেষ হয়েছে যা রীতিমতো রেকর্ড তৈরি করেছে। কথা বলব এমনই স্বল্প সময়ে তৈরি ৮ টি চলচ্চিত্র নিয়ে। প্রথমেই যে ছবিটি মাত্র ১০দিন শুটিং শেষ করেছে।

   
 ⁠

প্রথমেই যে নামটি আসে তা হল, কার্তিক আরিয়ান এবং মৃণাল ঠাকুর অভিনীত ধামাকা। রাম মাধবানি পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সের ott প্লাটফর্মে ১৯ নভেম্বর ২০২১-এ। এরপরে নাম রয়েছে নওয়াজ উদ্দিন সিদ্দিকি এবং শ্বেতা তিওয়ারি অভিনীত ছবি হারামখোরের। শ্লোক শর্মা পরিচালিত এই ছবির শুটিং শেষ হয়েছে মাত্র ১৬দিনে। এরপর এই যে ছবিটির নাম আপনাদের জানাবো তা হল অক্ষয় কুমার এবং হুমা কোরেশি অভিনীত ‘ জলি এলএলবি টু’। মাত্র ৩০ দিনে ছবির শুটিং শেষ করে রেকর্ড গড়েছেন পরিচালক সুভাষ কাপুর। ছবিতে দেখা গিয়েছে আন্নু কাপুর, সৌরভ শুক্লা এবং কুমুদ মিশ্রের মতো দাপুটে অভিনেতাদের।

  
 ⁠

এর পরেই নাম রয়েছে কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াতের অভিনীত ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ এর। আর মাধবন অভিনীত, আনন্দ এল রাই পরিচালিত এই ছবিটির শুটিংও শেষ করা হয়েছে মাত্র এক মাসেই। অন্যদিকে মাত্র ৩৮ শেষ হয়েছে হাউসফুল ৩ এর শুটিং । সাজিদ-ফরহাদ পরিচালিত এই ছবিটিতে অভিনয় করতে দেখা গেছে অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্ডেজ, নার্গিস ফাখরিদের।

এই তালিকায় ৬ নম্বরে রয়েছে আর বালকি পরিচালিত কারিনা কাপুর এবং অর্জুন কাপুর অভিনীত ‘কি এন্ড কা’। মাত্র ৪৫ দিনে এই ছবির শুটিং শেষ করেছেন পরিচালক। বক্স অফিসে প্রায় ১০৩কোটি টাকা আয় করেছিল এই ছবি।

৫৮.৬২ কোটি টাকা আয় করেছিল বারেলি কি বরফি। প্রায় কুড়ি কোটি টাকার বাজেটের ছবি তৈরি হয়েছে মাত্র দু মাসে। আয়ুষ্মান খুরানা কৃতি সানন রাজকুমার রাও অভিনীত এই ছবি যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল বক্সঅফিসে। এই তালিকায় শেষ পর্যন্ত নাম জুড়েছে ঋত্বিক রোশন ও ইয়ামি গৌতম অভিনীত ছবি কাবিলের। এই ছবিটির শুটিং মাত্র ৮৮ দিনে শেষ করা হয়েছিল। এই ছবিটি বিশ্বব্যাপি প্রায় ২০৮.১৪ কোটি টাকা আয় করেছে।

এই স্বল্প সময়ে তৈরি ছবিগুলিই প্রমাণ করে সব সময়,সময় নিয়ে তৈরি সিনেমা যে হিট হবে তেমন কোন ব্যাপার নেই। বরং স্বল্প সময়ে তৈরি ছবিও বক্স অফিসে এনে দিতে পারে সাফল্য।