লাইফস্টাইল

মহাদেবের দয়া পেতে শ্রাবণ মাস শুরুর আগেই বাড়িতে আনুন এই ৫টি জিনিস, বদলে যাবে ভাগ্য

শ্রাবণ মাস নাম শুনলেই যাঁর কথা মাথায় আসে তিনি হলেন দেবাদীদেব মহাদেব। এই মাসটি হিন্দুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মাসেই তিনি হলাহল পান করে নীলকণ্ঠ হয়েছিলেন। বাংলা পঞ্জিকা মতে আগামী ১৮ জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হবে। তবে বৈদিক পঞ্জিকার হিসেবে ধরলে ৩ জুলাই গুরুপূর্ণিমা থেকে শ্রাবণ শুরু হয়েছে।

তবে শ্রাবণ মাস শুরু হওয়ার আগে আপনি যদি এই কয়েকটি জিনিস বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে মহাদেবের আশীর্বাদ পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। জেনে নিন শ্রাবণ শুরুর আগে বাড়িতে কোন কোন জিনিস নিয়ে এলেই ভাগ্য খোলার সম্ভাবনা।

সর্ব প্রথম যে জিনিসটি শ্রাবণ মাসে বাড়িতে আনবেন তা হল পারদ শিবলিঙ্গ। মহাদেবের আশীর্বাদ পেতে আপনি বাড়িতে এটি স্থাপন করুন। পারদ শিবলিঙ্গ যদি রাখেন সংসারের সকল দুঃখ কষ্ট দূর করে দেবেন মহাদেব।

এছাড়া মহাদেবকে দেখলেই সবার প্রথম আমাদের নজরে আসে ত্রিশূল। তাই আপনি শ্রাবণ মাসে নিজের ঘরে রূপো বা তামা দিয়ে তৈরি একটি ত্রিশূল স্থাপন করুন। মহাদেবের ত্রিশূল ঘরে থাকলে যেমন কোনও বিপদ বা অশুভ শক্তি আপনাকে গ্রাস করতে পারবে না তেমনই মহাদেব তার অফুরন্ত কৃপা আপনার উপর বর্ষণ করবেন।

আমরা সবাই জানি দেবাদিদেব মহাদেবের সারা অঙ্গে ভূষিত হয়ে থাকে রুদ্রাক্ষ। তাই এই মাসে আপনি যদি ঘরে রুদ্রাক্ষ নিয়ে আসেন তাহলে বিশেষ ফল লাভ করবেন। শ্রাবণ মাসে চাইলে আপনি রুদ্রাক্ষের মালা গলায় পরে থাকতে পারেন, এটি আপনাকে মহাদেবের দয়া পেতে সাহায্য করবে।

আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন ভোলেনাথ নিজের পায়ে রুপোর অলংকার বা ব্রেসলেট পরে থাকেন। সেক্ষেত্রে নিজের সুস্বাস্থ্য কামনায় বা উন্নতির লক্ষ্যে নিজে একটি রূপর ব্রেসলেট ধারণ করতে পারেন। মহিলারা শ্রাবণ মাসে পায়ে রুপোর মল পড়লে অনেক উপকার পাবেন।

দেবাদীদেব মহাদেব গঙ্গাকে নিজের মাথায় ধারণ করে রেখেছেন। তাই আর কিছু না করলেও এই মাসে বাড়িতে গঙ্গাজল নিশ্চয় রাখবেন। সম্ভব হলে শ্রাবণ মাসের প্রথম দিনেই কিছুটা গঙ্গাজল আপনার বাড়ির চারপাশে ছিটিয়ে দিন। দেখবেন সুখ ও সমৃদ্ধি সবসময় আপনার সাথে থাকবে।

Back to top button