গোলাপি বিকিনি, রোদচশমায় উপচে পড়ছে হটনেস! শ্রাবন্তীর বোল্ড লুকে পাগল অনুরাগী মহল, রইল ছবি

টলিউডের অন্যতম বহুল চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন হোক কিংবা অভিনয় অথবা সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট যেকোনো কারণেই সব সময় চর্চায় থাকেন তিনি। তবে আজকাল দেখা যাচ্ছে কোন রকম সোশ্যাল মিডিয়া পোস্ট হলেই ট্রোলের শিকার হতে হচ্ছে নায়িকাকে। যদিও এই বিষয়গুলিকে পাত্তা না দিয়েই নিজের মতো করে জীবনটাকে উপভোগ করছেন অভিনেত্রী।
কিছুদিন আগেই ছেলে ও তার বান্ধবীকে নিয়ে থাইল্যান্ড থেকে ঘুরে এসেছেন অভিনেত্রী। এবার ঘুরে এসেই ফের সুইমিং পুলে নেমে ছুটি কাটালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন গোলাপি বিকিনি পড়া ছবি। তার এই ছবি দেখে মুগ্ধ নেট দুনিয়া। প্রশংসায় ভরিয়ে দিয়েছে অনুরাগী মহল।
রবিবাসরীয় ছুটির দিনে হলিডে মুডের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন টলি কুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গোলাপি বিকিনি আর চোখে রোদচশমায় হটনেস ওভারলোডেড। ছবি দিয়ে শ্রাবন্তী লিখেছেন, “ছুটি আদপে নুজের মধ্যেকার এক যাত্রা।”
তার এই ছবি দেখে প্রশংসাও করেছেন অনেকেই। তাঁর অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। এক ভক্ত লিখেছেন, “এত সুন্দর, এত ব্যক্তিত্বময়ী। কী যে ভাল দেখাচ্ছে”। তবে একই সঙ্গে কমেন্ট বক্সজুড়ে আপত্তিকর মন্তব্যের বন্যাও বয়ে গিয়েছে। তো কেউ আবার খোঁচা মেরে লিখেছেন, “আমি তো পাগল হয়ে গেলাম সোনা”।