গসিপ

লং টপ নয় বিকিনিতে দেখতে চাই! বড় পোশাকে ছবি দিতেই শ্রাবন্তীর কাছে আবদার ভক্তদের

সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি দিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর নিত্য নতুন ছবি যেন ঝড় তুলছে অনুরাগীদের মনে। এদিন এমন এক ছবি পোস্ট করলেন অভিনেত্রী যা দেখে মুগ্ধ গোটা সোশ্যাল মিডিয়া। তবে এমন এক আজব আবদার করে বসলেন এক অনুরাগী যা দেখে হয়তো অবাক হয়েছেন খোদ নায়িকাও।

টলিউডের অন্যতম বহুল চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন হোক কিংবা অভিনয় অথবা সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট যেকোনো কারণেই সব সময় চর্চায় থাকেন তিনি। তবে আজকাল দেখা যাচ্ছে কোন রকম সোশ্যাল মিডিয়া পোস্ট হলেই ট্রোলের শিকার হতে হচ্ছে নায়িকাকে। যদিও এই বিষয়গুলিকে পাত্তা না দিয়েই নিজের মতো করে জীবনটাকে উপভোগ করছেন অভিনেত্রী। তবে এবার নতুন লুকে ছবি আপলোড করে নজর কাড়লেন অভিনেত্রী।

ছবিতে দেখা যাচ্ছে, শিফনের লং টপে ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে পরনে রয়েছে ফুল প্যান্ট। চোখে সানগ্লাস। ছবিটি খুব সম্ভব থাইল্যান্ডের। যেখানে কিছুদিন আগেই ছেলে ও হবু বৌমার সঙ্গে গিয়েছিলেন তিনি।

তবে এই ছবিতেই এক জন মন্তব্য করলেন, লম্বা ড্রেসে নয় বরং বিকিনিতেই তাঁকে দেখতে চান। নেট নাগরিকদের মধ্যে কেউ লিখেছেন, ‘এত বড় ড্রেস কেন?’ কারও দাবি, ‘এই সব ড্রেসে নয় বিকিনিতে তোমাকে দেখতে চাই’।

তার এই ছবি দেখে প্রশংসাও করেছেন অনেকেই। তাঁর অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। এক ভক্ত লিখেছেন, “এত সুন্দর, এত ব্যক্তিত্বময়ী। কী যে ভাল দেখাচ্ছে”। তবে একই সঙ্গে কমেন্ট বক্সজুড়ে আপত্তিকর মন্তব্যের বন্যাও বয়ে গিয়েছে। কেউ আবার লিখেছেন, “আপনিই আমার ফেভারিট”।

Back to top button