বাবার কোলে ছোট্ট মেয়ে! চেনা যাচ্ছে? এই খুদে এখন টলিউডের সেনসেশন

রবিবার ছিল পিতৃদিবস। এই দিনে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই বাবাদের ছড়াছড়ি। সবাই নিজেদের বাবাদের নিয়ে আবেগপূর্ণ পোস্ট দিয়েছে। নস্টালজিক হয়ে পড়েছেন। এর মধ্যেই নিজের বাবার সঙ্গে ছবি পোস্ট করলেন এই অভিনেত্রী। একরত্তি বয়সে বাবার কোলে ছবি দিলেন তিনি।
ছবিতে দেখা যাচ্ছে কালো জামা পরে বাবার কোলে চড়েছেন অভিনেত্রী। পাশে রয়েছেন পরিবারের আরও লোকজন। এই ছবি পোস্ট করেই বাবাকে পিতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। হ্যা কোলের এই একরত্তি হলেন অভিনেত্রী শ্রাবন্তী।
প্রথম দেখাতে অনেকেই চিনতে পারেননি অভিনেত্রীকে৷ তারপর ধীরে ধীরে সকলেই বুঝতে পেরেছেন তিনি শ্রাবন্তী৷ বাবা ও মায়ের সঙ্গে তোলা মিষ্টি ছবিটি মুহূর্তে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ ছবি দেখা মাত্রই কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷
টলিউডের অন্যতম বহুল চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন হোক কিংবা অভিনয় অথবা সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট যেকোনো কারণেই সব সময় চর্চায় থাকেন তিনি। তবে আজকাল দেখা যাচ্ছে কোন রকম সোশ্যাল মিডিয়া পোস্ট হলেই ট্রোলের শিকার হতে হচ্ছে নায়িকাকে। যদিও এই বিষয়গুলিকে পাত্তা না দিয়েই নিজের মতো করে জীবনটাকে উপভোগ করছেন অভিনেত্রী। তবে এবার নতুন লুকে ছবি আপলোড করে নজর কাড়লেন অভিনেত্রী।