নয়া পালক শ্রাবন্তীর মুকুটে! ‘কুইন অফ বেঙ্গল’ হলেন অভিনেত্রী, কেন জানেন?

এবার নয়া মুকুট শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মুকুটে। কুইন অফ বেঙ্গলের শিরোপা পেয়েছেন তিনি। অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই সংবাদ। এই পোস্ট ভাইরাল হতেই অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন।
আসল বিষয়টি হল, এক সংস্থার তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তা ছিল পুরষ্কার প্রদান অনুষ্ঠান সেখানেই কুইন অফ বেঙ্গলের পুরষ্কার এসেছে তাঁর ঝুলিতে। এরপরেই সোশ্যাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন তিনি।
দুদিন আগেই একেবারে অন্য মুডে দেখা গেল অভিনেত্রীকে। ইস্টাগ্রামে এক ছবি দিয়েছেন অভিনেত্রী সেখানে দেখা যাচ্ছে, রাস্তার ধারে দাঁড়িয়ে ঝাল ঝাল ফুচকা টপাটপ মুখে পড়ছেন তিনি। সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, “ওয়ান ফুচকা আ থাউস্যান্ড সেনসেশনস। যার অর্থ একটা ফুচকাতেই যেন হাজারটার অনুভূতি”।
টলিউডের অন্যতম বহুল চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন হোক কিংবা অভিনয় অথবা সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট যেকোনো কারণেই সব সময় চর্চায় থাকেন তিনি। তবে আজকাল দেখা যাচ্ছে কোন রকম সোশ্যাল মিডিয়া পোস্ট হলেই ট্রোলের শিকার হতে হচ্ছে নায়িকাকে। যদিও এই বিষয়গুলিকে পাত্তা না দিয়েই নিজের মতো করে জীবনটাকে উপভোগ করছেন অভিনেত্রী।