গসিপ

গাঢ় রঙের বেনারসি, কপালে চন্দনের ফোঁটা! কনের সাজে ধরা দিলেন শ্রাবন্তী, তাহলে কি চতুর্থ বিয়ের প্রস্তুতি?

উজ্জ্বল রঙের বেনারসি শাড়ি,গলায় মোটা চোকার হার, হাতে শাখা-পলা-বালা, কপালে চন্দনের ফোঁটা ,একেবারে যেন নতুন কনে। হ্যাঁ এমন বেশি ফের ধরা দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর তার এই কনের বেশের ছবি দেখে কটাক্ষের ঝড়ে তোলপাড় নেট দুনিয়া। তবে কি চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী?

সব সময়ই চর্চার শিরোনামে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার কর্মজীবন নিয়ে যত না বেশি আলোচনা হয় তার থেকেও বেশি আলোচনা হয় তার ব্যক্তিগত জীবন নিয়ে। একের পর এক সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। এমনকি তাদের সঙ্গে বিচ্ছেদও হয়েছে। আর সেই কারণেই সব সময়ই চর্চার কেন্দ্র বিন্দুতে তিনি।

এবার সোশ্যাল মিডিয়ায় বধু বেশে ফের ছবি আপলোড করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে উজ্জ্বল বেনারসি শাড়িতে, গালে চন্দনের ফোঁটা পড়ে সেজেছেন একেবারে নববধূর বেশে। এরপর সেই ভিডিও ভাইরাল হতেই কটুক্তিতে ভরে গিয়েছে নেটদুনিয়ার পাতা।

আসল বিষয় হলো, বিশিষ্ট ফটোগ্রাফারের জন্য নববধূর সাজে নিজেকে সাজিয়েছেন শ্রাবন্তী। ব্রাইডাল ফোটোশ্যুটের জন্য সেজেছিলেন তিনি। আর সেই ভিডিওই শেয়ার করেছেন ফটোগ্রাফার। কিন্তু ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই কটাক্ষের সুর শোনা গিয়েছে নেটিজেনদের গলায়।

Back to top button