ছেলের প্রেমিকার জন্মদিনে দিলেন চমক! ভালো শাশুড়ির তকমা পেয়ে আপ্লুত শ্রাবন্তী

টলিউডের অন্যতম বহুল চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন হোক কিংবা অভিনয় অথবা সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট যেকোনো কারণেই সব সময় চর্চায় থাকেন তিনি। তাঁর ছেলে ঝিনুকও কিন্তু বেশ সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। ঘুরতে দারুন ভালোবাসেন অভিনেত্রী। তাই এবার পুজোর আগেই বিদেশে পাড়ি দিয়েছেন তিনি। সঙ্গে অবশ্য আছে ছেলে ঝিনুক ও তার বান্ধবী দামিনী। তবে শুধুই ঘুরতে যাওয়া তা নয়, সেখানে গিয়ে পালন হল ছেলের বান্ধবীর জন্মদিন। আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তেই ভাইরাল হল ছবি।
পুজোর শেষ হওয়ার আগেই নায়িকা গিয়েছেন থাইল্যান্ড। সেখানে চাং ফুয়াক ফারম থেকে দামিনীর সঙ্গে ছবি শেয়ার করেছেন তিনি। গতকাল ছিল তার জন্মদিন। তাই সেই পোস্টে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন। আজই ফিরে আসার কথা তাদের। এদিকে এই ছবি দেখে নেটিজেনদর একটা বড় অংশ তাঁকে তকমা দিয়েছেন, ‘ভাল শাশুড়ি’রও। তাঁদের মতে সম্পর্ক তো এমনই হওয়া উচিৎ– সহজ, সরল, নির্ভেজাল।
তবে এই প্রথম নয়। এর আগেও থাইল্যান্ডে গিয়ে নিজের জন্মদিন পালন করছিল ঝিনুক। তখনও সঙ্গে ছিল তাঁর প্রেমিকা। প্রেমিকাকে নিয়ে থাইল্যান্ডে জন্মদিন পালন করলেন অভিমন্যু। জলের মাঝে জাপটে ধরে উষ্ণ আলিঙ্গনে ভরালেন একে অপরকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিল অভিমুন্য।
এদিকে, অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল তার ছেলে ঝিনুক লিভ ইন করলে তিনি মেনে নেবেন কিনা। এই প্রসঙ্গে একেবারে খোলাখুলি অভিনেত্রী জানান, “হ্যাঁ! অবশ্যই মেনে নেব। কারণ দিনশেষে জীবন একটাই। সকলকে তাঁদের মনের মত করে বাঁচতে দেওয়া উচিত”। মা হিসেবে ছেলেকেই সঙ্গ দিলেন তিনি।
প্রথম স্বামী রাজিবের সঙ্গে ১৩ বছর সংসার করার পর বিচ্ছেদ হয় শ্রাবন্তীর। ঝিনুক তাঁর প্রথম স্বামীরই ছেলে। অনেক ছোট বয়সে মা হওয়ায়, বলা যায় এক প্রকার ছেলের সঙ্গে সঙ্গে বড় হয়েছেন অভিনেত্রীও। তাই ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক অনেকটাই বন্ধুত্বের।