জিতুর সঙ্গে জড়াচ্ছে নাম! বিতর্ক নিয়ে চরম বিরক্ত শ্রাবন্তী, চতুর্থ বিয়ে নিয়েও খুললেন মুখ

টলিউডের অন্যতম বহুল চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন হোক কিংবা অভিনয় অথবা সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট যেকোনো কারণেই সব সময় চর্চায় থাকেন তিনি। তবে আজকাল দেখা যাচ্ছে কোন রকম সোশ্যাল মিডিয়া পোস্ট হলেই ট্রোলের শিকার হতে হচ্ছে নায়িকাকে। যদিও এই বিষয়গুলিকে পাত্তা না দিয়েই নিজের মতো করে জীবনটাকে উপভোগ করছেন অভিনেত্রী। রবিবার ছিল অভিনেত্রীর জন্মদিন।
এবার ৩৭ বছরে পা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই বয়সে এসেও নিজের সৌন্দর্য এবং ফিগারকে ধরে রেখেছেন অভিনেত্রী। এদিকে নিজের জন্মদিনের একদিন পরেই তার ছেলে ঝিনুকের জন্মদিন। তাই প্রতিবছরই এই সময়টায় ডাবল সেলিব্রেশন এর মধ্যে থাকেন অভিনেত্রী।
ব্যক্তিগত জীবনের বিতর্ক যেমন তার নিত্য সঙ্গী সেরকম দিন দিন নতুন নতুন বিতর্ক যোগ হচ্ছে তার সঙ্গে। বর্তমানে জিতুর সঙ্গে তাঁর নাম জড়িয়ে ফের গুঞ্জন শুরু হয়েছে টলিউডে। এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, “খুব খারাপ লাগে যখন এগুলো শুনি। ওঁর ব্যক্তিগত জীবনে কী হচ্ছে, না হচ্ছে আমার দেখার বিষয় নয়। আর জীতুকে ২০১২ সাল থেকে চিনি। যেহেতু এখন ওঁর সঙ্গে কাজ করছি, তাই আমার নাম জুড়ে দেওয়া হচ্ছে। আমার মনে হয়, সাইবার ক্রাইমের বিষয়টা দেখা উচিত। আমার কুষ্ঠিতে আছে, ঝামেলায় জড়িয়ে যাওয়া! আসলে ভগবান কিছু দেয় যখন, কিছু নিয়েও নেয়”।
প্রথম স্বামী রাজিবের সঙ্গে ১৩ বছর সংসার করার পর বিচ্ছেদ হয় শ্রাবন্তীর। ঝিনুক তাঁর প্রথম স্বামীরই ছেলে। এরপর অভিনেত্রী মডেল কৃষ্ণ ব্রজের প্রেমে পড়েন শ্রাবন্তী। ২০১৬ সালে বিয়ে করেন তাঁরা। কিন্তু এক বছরের বেশি সেই সংসার স্থায়ী হয়নি। বিচ্ছেদ হয়ে যায় তাদের। ২০১৭ সালে বিচ্ছেদ হয় কৃষ্ণ ব্রজ এবং শ্রাবন্তীর। তবে একে অপরের প্রতি কোনও তিক্ততা রাখেননি তাঁরা।
তারপরে ফের আবার প্রেমে পড়েন শ্রাবন্তী। ২০১৯ সালে রোশন সিং কে বিয়ে করেন তিনি। জানা গিয়েছে, শ্রাবন্তীর দ্বিতীয় স্বামী কৃষ্ণ ব্রজ ফের নতুন করে জীবন সাজিয়েছেন। দিন কয়েক আগেই বাগদান সেরেছেন তিনি। হবু স্ত্রীর সঙ্গে একাধিক ছবিও পোস্ট করেছিলেন।
তৃতীয় স্বামী রোশনের সঙ্গে তার বিবাহবিচ্ছেদের মামলা চলছে এই মুহূর্তে। এরপরেও অভিরূপ নাথ চৌধুরী নামে এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্কে জড়িয়ে পড়ার গুঞ্জন ওঠে। যদিও সে বিষয়ে পাত্তা দিতে রাজি নন অভিনেত্রী।