গলায় জুঁইয়ের মালা, পরনে কমলা শাড়ি! গণেশ চতুর্থীতে মায়াবী রূপে নজর কাড়লেন শ্রাবন্তী

টলিউডের অন্যতম বহুল চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন হোক কিংবা অভিনয় অথবা সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট যেকোনো কারণেই সব সময় চর্চায় থাকেন তিনি। তবে আজকাল দেখা যাচ্ছে কোন রকম সোশ্যাল মিডিয়া পোস্ট হলেই ট্রোলের শিকার হতে হচ্ছে নায়িকাকে। যদিও এই বিষয়গুলিকে পাত্তা না দিয়েই নিজের মতো করে জীবনটাকে উপভোগ করছেন অভিনেত্রী। তবে এবার নতুন লুকে ছবি আপলোড করে নজর কাড়লেন অভিনেত্রী।
গণেশ চতুর্থীতে একেবারে বাঙালি সাজে ধরা দিলেন শ্রাবন্তী। তাঁর এই রূপ দেখে মুগ্ধ ভক্তকূল।ছবিতে দেখা গিয়েছে, উজ্জ্বল কমলা বর্ণের শাড়ি, কপালে ছোট্ট টিপ আর গলায় জুঁই ফুলের মালায় বাঙালিয়ানা সাজে নজর কেড়েছেন শ্রাবন্তী। আবার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ঘোমটা মাথায় ঠাকুরের পায়ে ফুলও ছুঁড়ছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, “সকলকে গণেশ চতুর্থীর রঙিন শুভেচ্ছা। এই উৎসব প্রতিটি মানুষের জীবনকে খুশিতে ভরিয়ে দিক। শুভ গণেশ চতুর্থী”। তাঁর এই পোস্টে পাল্টা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অনুরাগীরাও।
কিছুদিন আগে বেশ কিছু নতুন ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেখানে দেখা যাচ্ছে, সুইমিং পুল থেকে নীল বিকিনি পড়ে উষ্ণতা ছড়াচ্ছেন তিনি। খোলামেলা পোশাকেও সাবলীল শ্রাবন্তী। অল্প মেকআপ, খোলা চুলে লাস্যময়ী অভিনেত্রী।
দিদি স্মিতা ঘোষ চট্টোপাধ্যায় এবং বন্ধুকে নিয়ে শহর থেকে দূরে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী। নীল রঙের বিকিনিতে তাক লাগিয়েছেন তাঁর দিদিও। ইনস্টাগ্রামে ছবি দিয়েছেন অভিনেত্রী।