বিনোদন

যেন স্বর্গের অপ্সরা! শ্রাবন্তীর নতুন ছবি পোস্ট হতেই প্রশংসায় ভরালেন শুভশ্রী, কী লিখলেন অভিনেত্রী?

সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি দিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর নিত্য নতুন ছবি যেন ঝড় তুলছে অনুরাগীদের মনে। এদিন এমন এক ছবি পোস্ট করলেন অভিনেত্রী যা দেখে মুগ্ধ গোটা সোশ্যাল মিডিয়া।

টলিউডের অন্যতম বহুল চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন হোক কিংবা অভিনয় অথবা সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট যেকোনো কারণেই সব সময় চর্চায় থাকেন তিনি। তবে আজকাল দেখা যাচ্ছে কোন রকম সোশ্যাল মিডিয়া পোস্ট হলেই ট্রোলের শিকার হতে হচ্ছে নায়িকাকে। যদিও এই বিষয়গুলিকে পাত্তা না দিয়েই নিজের মতো করে জীবনটাকে উপভোগ করছেন অভিনেত্রী। তবে এবার নতুন লুকে ছবি আপলোড করে নজর কাড়লেন অভিনেত্রী।

এদিন বেশ কিছু নতুন ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেখানে দেখা যাচ্ছে একেবারে নতুন লুকে ধরা দিয়েছেন তিনি। ঘিয়ে রঙের গাউনে অপরূপা সাজের ছবিতে কাঁপছে নেট দুনিয়া। খোলা চুলে যেন এক অন্য শ্রাবন্তী। অভিনেতার রূপ দেখে মুগ্ধ নেটিজেনরা। ছবিগুলি শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে নেট মাধ্যমে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় খুব পছন্দ করেছেন ছবিটি। মন্তব্য করে তিনি লিখেছেন, ‘সুন্দর’।

এই ছবি দেওয়ার কিছুক্ষণ আগেই ডিপ ভি নেকলাইন সহ কোমরের কাছে একটি বো বাঁধা পোশাক পড়া ছবি দিয়েছিলেন তিনি। ড্রেসটির সঙ্গে অভিনেত্রী পরেছিলেন ব্ল্যাক পলিশড গয়না। একটা নেকলেসের সঙ্গে একটা লম্বা হার, কানে ম্যাচ করে লম্বা একটি দুল পরেছিলেন তিনি। সঙ্গে হাতে ছিল একাধিক সিলভার চুরি। অল্প মেকআপ, ন্যুড লিপস্টিক, খোলা চুলে লাস্যময়ী অভিনেত্রী।

Back to top button