বিনোদন

বয়স যেন কমছে ওজন ঝরিয়ে আরও লাস্যময়ী শ্রাবন্তী! নতুন ছবি ঘুম কাড়বে আপনারও

টলিউডের অন্যতম বহুল চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন হোক কিংবা অভিনয় অথবা সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট যেকোনো কারণেই সব সময় চর্চায় থাকেন তিনি। তবে আজকাল দেখা যাচ্ছে কোন রকম সোশ্যাল মিডিয়া পোস্ট হলেই ট্রোলের শিকার হতে হচ্ছে নায়িকাকে। যদিও এই বিষয়গুলিকে পাত্তা না দিয়েই নিজের মতো করে জীবনটাকে উপভোগ করছেন অভিনেত্রী। তবে এবার নতুন লুকে ছবি আপলোড করে নজর কাড়লেন অভিনেত্রী।

এদিন বেশ কিছু নতুন ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেখানে দেখা যাচ্ছে একেবারে নতুন লুকে ধরা দিয়েছেন তিনি। ডিপ ভি নেকলাইন সহ কোমরের কাছে একটি বো বাঁধা পোশাক পড়েছিলেন তিনি। ড্রেসটির সঙ্গে অভিনেত্রী পরেছিলেন ব্ল্যাক পলিশড গয়না। একটা নেকলেসের সঙ্গে একটা লম্বা হার, কানে ম্যাচ করে লম্বা একটি দুল পরেছিলেন তিনি। সঙ্গে হাতে ছিল একাধিক সিলভার চুরি। অল্প মেকআপ, ন্যুড লিপস্টিক, খোলা চুলে লাস্যময়ী অভিনেত্রী।

কিছুদিন আগে সালোয়ার কামিজ, চুলে বিনুনি আর কপালে ছোট্ট একটা টিপ পড়ে ধরা দিয়েছেন অভিনেত্রী। তাঁর এই মিষ্টি লুক দেখে নস্টালজিক হয়ে পড়েছেন অনেকেই। অনেকেরই তাঁকে দেখে সেই পুরনো ছবি ভালোবাসা ভালোবাসার কথা মনে পড়ে গিয়েছে। হিরণের বিপরীতে ওই ছবির নায়িকার ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত কিছুদিন আগেই সাদা শার্ট পড়ে বোল্ড লুকে ছবি দিয়েছিলেন অভিনেত্রী। আর সেই ছবিতেই একের পর কটাক্ষ করা হয়েছিল তাকে। কেউ কেউ তাঁকে সানি লিওনের সঙ্গে তুলনা করেছিলেন।

Back to top button