ঝিনুকের থেকে ৬ বছরের বড় দামিনী, ছেলের প্রেমিকা আমার বোনের মত! একী বললেন শ্রাবন্তী?

Published on:

ঝিনুকের থেকে ৬ বছরের বড় দামিনী, ছেলের প্রেমিকা আমার বোনের মত! একী বললেন শ্রাবন্তী?

টলিউডের অন্যতম বহুল চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন হোক কিংবা অভিনয় অথবা সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট যেকোনো কারণেই সব সময় চর্চায় থাকেন তিনি। এবার নিজের ছেলের জীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। কতটা মডার্ন মা বা কেমন শ্বাশুড়ি হবে তিনি এবার সেই পরিচয়ই দিলেন।

অভিনেত্রী এক প্রথম সারির সংবাদমাধ্যমকে জানান, “দামিনী আমার থেকে ১০ বছরের ছোট। বোনের মতো। আমাদের সম্পর্কের সমীকরণ খুব সুন্দর।ঝিনুকের প্রথম প্রেম। এত বছরের প্রেম। আর ওর প্রেমিকা ওর থেকে বয়সে বড়, ফলে অনেক পরিণত। আমি তো ভীষণ খুশি। আমার আর ঝিনুকের অভিভাবক দামিনী”।

   
 ⁠

একবার অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল তার ছেলে ঝিনুক লিভ ইন করলে তিনি মেনে নেবেন কিনা। এই প্রসঙ্গে একেবারে খোলাখুলি অভিনেত্রী জানান, “হ্যাঁ! অবশ্যই মেনে নেব। কারণ দিনশেষে জীবন একটাই। সকলকে তাঁদের মনের মত করে বাঁচতে দেওয়া উচিত”।

  
 ⁠

শ্রাবন্তী বলেন, “আমি খুবই মাই ডিয়ার শাশুড়ি হব। আমার ছেলের সব বন্ধুদের নিয়ে আমি বেড়াতে যাই। রেস্তোরাঁয় খেতে যাই। সবাইকেই আমি চিনি”। বলাই বাহুল্য, ঝিনুকের প্রেমিকা দামিনীর সঙ্গেও দারুন সম্পর্ক শ্রাবন্তীর। একসঙ্গে তাঁরা ছুটি কাটাতে যান। একে অপরের মধ্যে উপহার চালাচালিও হয়।