বিনোদন

অভিনয় ছেড়ে এবার কি গান? ভরা মঞ্চে ‘খুঁজেছি তোকে’ গান গেয়ে মঞ্চ কাঁপালেন শ্রাবন্তী

বাংলা সিরিয়াল সিনেমার নায়ক নায়িকারা বিভিন্ন জায়গায় গিয়ে পাড়ার অনুষ্ঠানের শো করে থাকেন। এমনকি সেখানে গিয়ে দর্শকদের অনুরোধেগানও গাইতে হয় তাদের। আর এই গান গেয়ে চরম ট্রোলের শিকার হন অভিনেতা অভিনেত্রীরা। আবার অনেকেই সুরেলা গান গেয়ে দর্শকদের মন জয়ও করে থাকেন।

সোশ্যাল মিডিয়ায় এক পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, খুঁজেছি তোকে গান গাইছেন অভিনেত্রী। মঞ্চে এসে শুধু গান নয় নেচেও তাক লাগিয়েছেন তিনি। তার গান শুনে দর্শকরা মুগ্ধ হয়েছেন।

টলিউডের অন্যতম বহুল চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন হোক কিংবা অভিনয় অথবা সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট যেকোনো কারণেই সব সময় চর্চায় থাকেন তিনি। তবে আজকাল দেখা যাচ্ছে কোন রকম সোশ্যাল মিডিয়া পোস্ট হলেই ট্রোলের শিকার হতে হচ্ছে নায়িকাকে। যদিও এই বিষয়গুলিকে পাত্তা না দিয়েই নিজের মতো করে জীবনটাকে উপভোগ করছেন অভিনেত্রী।

কিছুদিন আগে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। কিন্তু সেই ছবি দিতেই আবারও কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। যদিও তার এই ছবি দেখে প্রশংসাও করেছেন অনেকেই। তাঁর অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতে আপন মনে নাচ করছেন তিনি। পেছনে বাজছে অরিজিৎ সিংয়ের গান। কিন্তু এরপরেই দামাল হাওয়া। আর তাতেই বেসামাল অভিনেত্রীর ফ্রক। অপ্রস্তুত হয়ে হাত নিয়ে নিজের জামা ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। এই দেখেই, কেউ কেউ প্রশ্ন করেছেন, ‘কোথায়, চাঁদে?’ আবার অনেকেই লাভ, আগুনের ইমোজি দিয়েছেন।

Back to top button