প্রেমিকাকে নিয়ে থাইল্যান্ডে জন্মদিন পালন! জলের মধ্যে একে অপরকে ভালোবাসায় ভরালেন শ্রাবন্তী পুত্র

টলিউডের অন্যতম বহুল চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন হোক কিংবা অভিনয় অথবা সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট যেকোনো কারণেই সব সময় চর্চায় থাকেন তিনি। তাঁর ছেলে ঝিনুকও কিন্তু বেশ সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। এবার জন্মদিনে ছবি দিয়ে চমকে দিল সে।
প্রথম স্বামী রাজিবের সঙ্গে ১৩ বছর সংসার করার পর বিচ্ছেদ হয় শ্রাবন্তীর। ঝিনুক তাঁর প্রথম স্বামীরই ছেলে। অনেক ছোট বয়সে মা হওয়ায়, বলা যায় এক প্রকার ছেলের সঙ্গে সঙ্গে বড় হয়েছেন অভিনেত্রীও। তাই ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক অনেকটাই বন্ধুত্বের।
এদিকে অভিনেত্রীর জন্মদিনের ঠিক একদিন পরেই তার ছেলের জন্মদিন। এই বছর মা পা দিলো ৩৭ বছরে আর ছেলের বয়স হল ২১। এবার নিজের জন্মদিন থাইল্যান্ডে গিয়ে পালন করলেন তিনি। সঙ্গে অবশ্যই ছিল তাঁর প্রেমিকা। প্রেমিকাকে নিয়ে থাইল্যান্ডে জন্মদিন পালন করলেন অভিমন্যু। জলের মাঝে জাপটে ধরে উষ্ণ আলিঙ্গনে ভরালেন একে অপরকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছে অভিমুন্য।

এদিকে, অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল তার ছেলে ঝিনুক লিভ ইন করলে তিনি মেনে নেবেন কিনা। এই প্রসঙ্গে একেবারে খোলাখুলি অভিনেত্রী জানান, “হ্যাঁ! অবশ্যই মেনে নেব। কারণ দিনশেষে জীবন একটাই। সকলকে তাঁদের মনের মত করে বাঁচতে দেওয়া উচিত”। মা হিসেবে ছেলেকেই সঙ্গ দিলেন তিনি।