সন্তানসম ছেলের সঙ্গে একী করছেন শ্রাবন্তী? সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ হতেই তুমুল ট্রোল নেটদুনিয়ায়
সবসময়ই চর্চার কেন্দ্র বিন্দুতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে হোক বা কখনো ফ্যাশন সবসময়ই শিরোনামে থাকছেন তিনি। তবে এবার তার কনের সাজের লুক নিয়ে মারাত্মক ট্রোল হলেন সোশ্যাল মিডিয়ায়।
রূপটান শিল্পী রুদ্র সাহা শ্রাবন্তীর এক ব্রাইডাল ভিডিয়ো শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে শুধু শ্রাবন্তী একা নন, সঙ্গে ছিলেন এক পুরুষ মডেলও। এই ভিডিওর কমেন্ট বক্সেই উড়ে এলো নানান ধরনের মন্তব্য। দু একজন প্রশংসা করলেও বেশিরভাগই এলো নিন্দা। একজন লিখলেন, “সন্তানের সমান বয়সী ছেলের সাথে বাসর ঘরের দৃশ্য। বউ হবার আর সখ গেলো না”। তবে অনেকেই আবার করেছেন গঠনমূলক সমালোচনা। আর এরকমই একজনের মন্তব্য,”বিয়ের সাজে শ্রাবন্তীকে অনেক দেখেছি। আর ভাল লাগে না।”
প্রসঙ্গত ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই টানা পড়েন চলছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। প্রসঙ্গত বিবাহ বিচ্ছেদের মামলা চলছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তার তৃতীয় পক্ষের স্বামী রোশানের মধ্যে। এই মামলায় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ভারতীয় দন্ডবিধির ১২৫ নম্বর ধারা অনুযায়ী রোশন সিং-এর বিরুদ্ধে খোরপোষের মামলা করেছেন। ২০২১ সালের সেপ্টেম্বর মাসেই এই খবর সামনে আসে। তবে গত মঙ্গলবার এই মামলায় আদালত যা রায় দিয়েছে তাতে নয়া মোড় এসেছে।
শ্রাবন্তী তার তৃতীয় স্বামী রোশন সিং-এর থেকে বিপুল পরিমাণ অর্থ খোরপোষ হিসাবে দাবি করেছিলেন। সেই অংক জানলে যে কাউকেই চমকে যেতে হবে। রোশন সিং-এর আইনজীবী শ্যামল মন্ডলের থেকে জানা গিয়েছে, শ্রাবন্তী চ্যাটার্জী খোরপোষ বাবদ প্রতি মাসে সাত লক্ষ টাকা করে দাবি করেছিলেন।
এদিকে, এই বিষয়ে রোশন সিংয়ের আইনজীবী সর্বভারতীয় একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, পারজারি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খোরপোষের মামলায় আদালতের তরফ থেকে স্টে অর্ডার দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই রায় দেওয়ার পরিপ্রেক্ষিতে খুশি রোশন সিং। তবে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিনেত্রী শ্রাবন্তীর থেকে।