বিনোদন

জিতুকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা শ্রাবন্তীর! পাল্টা ধন্যবাদ দিয়ে কী বললেন অভিনেতা?

স্ত্রী নবনীতার সঙ্গে আইনি বিচ্ছেদের মামলা চলছে আদালতে। বিগত চার মাস ধরে আলাদা থাকছেন জিতু ও নবনীতা। এর মধ্যে যদিও বউয়ের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেতা। কিন্তু সোমবার জিতুর জন্মদিনে নবনীতার তরফে কোনও শুভেচ্ছা আসেনি। বরং শ্রাবন্তী চট্টোপাধ্যায় বেশ গুছিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জিতু কে। আর এই নিয়েও শুরু কানাঘুষো।

জিতু কমলকে ইনস্টাগ্রামে শ্রাবন্তী জন্মদিনের উইশ করতেই হইচই।সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয় অভিনেত্রীর পোস্ট। নিজেদের একটি ছবি পোস্ট করে জিতুকে ট্যাগ করে হ্যাপি বার্থডে টিউন লাগিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন৷ সঙ্গে সঙ্গেই জবাব দিয়েছেন অভিনেতা৷ জিতু ধন্যবাদ জানিয়ে হাসি মুখের ভালবাসার ইমোজি শেয়ার করেছেন৷

এদিকে, সমালোচকরা জিতু-নবনীতার বিচ্ছেদের জন্য শ্রাবন্তীর দিকে অভিযোগের আঙুল তুলেছিল। যদিও নবনীতা ফেসবুক লাইভে এসে পুরো বিষয়টি স্পষ্ট করে দিয়েছিলেন। কিছুদিন আগেই বাবুসোনা ছবির শুটিং করতে লন্ডন গিয়েছিলেন জিতু শ্রাবন্তী। সেখানে গিয়ে শ্রাবন্তীর সঙ্গে তার রিলস সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছিল দর্শকদের। অনেকেই মনে করছেন শ্রাবন্তীর জন্যই বাচ্চা বউকে ভুলে গিয়েছেন জিতু। শ্রাবন্তীর সঙ্গে মাখামাখির কারণেই হয়তো ভাঙছে তাঁদের ৪ বছরের দাম্পত্য।

তবে এই গোটা বিষয়ে এদিন ফেসবুক লাইভে এসে নিজের মত প্রকাশ করেন নবনীতা। অভিনেত্রী স্পষ্টতই বলেন, ডিভোর্সের সিদ্ধান্ত সম্পূর্ন তাঁদের নিজের। এখানে কোনও ভাবেই তৃতীয় ব্যক্তির আগমনের কোনও বিষয় নেই। তিনি জানান, শ্রাবন্তীর সঙ্গে তার সুম্পর্ক রয়েছে। লন্ডনে শ্যুটিংয়ের সময় যখন নবনীতা গিয়েছিলেন, তখন তাঁরা একসঙ্গে বসে চিপস খেয়েছেন।

অভিনেত্রী আরও জানিয়েছেন, ডিভোর্স হলেও তাঁদের মধ্যে বন্ধুত্ব বজায় থাকবে। রাস্তায় দেখা হলে কেউই কখনও মুখ ঘুরিয়ে চলে যাবেন না। স্বামী স্ত্রী হিসেবে তাঁদের সম্পর্ক না থাকলেও বন্ধুত্বপূর্ন সম্পর্ক থেকে যাবেই। জিতুর সঙ্গে তাঁর কোনও প্রফেশনাল ইগোও নেই। বরং বিয়ের ফুলে কাজ শুরু আগে ফোনে জিতুর থেকে টিপসও নিয়েছেন।

Back to top button