পুজোতে কোনও আপস নয়! কার সঙ্গে পুজোর দিন গুলো কাটাবেন শ্রাবন্তী? খোলসা করলেন নিজেই

হাতেগোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই তার তোড়জোড় শুরু হয়ে গেছে প্রতিটি বাঙালি ঘরে। আপাতত সবাই শেষ মুহূর্তের ফিনিশিং কাছে ব্যস্ত। এখন মিলিয়ে নেওয়ার পালা সবকিছু ঠিকঠাক মতো গোছানো হলো কিনা, পূজোর আগে। এর মধ্যে অন্যথা হচ্ছে না সেলিব্রেটিদের ক্ষেত্রেও। পুজোর আগেই নিজের প্ল্যান জানিয়ে দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
অভিনেত্রী জানিয়েছেন সারা বছর ওয়েস্টার্ন বা ইন্ডিয়ান পোশাক মিলিয়ে মিশিয়ে পড়লেও, পুজোর কটা দিন একেবারে এথেনিক লুকে দেখা যাবে তাকে। ওই পাঁচটা দিন একেবারেই ইন্ডিয়ান পোশাক পড়বেন তিনি। শাড়ির পাশাপাশি সেই তালিকাতে রয়েছে সালোয়ারও।
এ তো না হয়ে গেল সাজ পোশাকের কথা। কিন্তু অভিনেত্রী ঘুরবেন কার সঙ্গে? পুজোর ঐ পাঁচটা দিন কার সঙ্গে কাটাবেন তিনি? এর উত্তর জানতে অবশ্য মরিয়া তার ভক্তকুল। আর কৌতূহল নিরসন করে উত্তরও দিয়েছেন অভিনেত্রী। নিজের পুজোর পাঁচ দিনের প্ল্যান খোলসা করেছেন তিনি।
এ প্রসঙ্গে শ্রাবন্তী জানিয়েছেন, কয়েকটি পুজো পরিক্রমা রয়েছে তাঁর। আর তা হয়ে গেলে পুরোপুরি পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি।তিনি বলেন, “আমরা একটা কমপ্লেক্সে থাকি। এখানেও পুজো হয়। সকলে মিলে হইহই চলে। তবে ছেলেবেলার সেই দিনগুলো আর ফিরে আসে না”। সারা বছর ব্যস্ততার কারণে পরিবারকে একেবারে সময় দিয়ে ওঠা হয় না। তাই পুজোর পাঁচটা দিন পুরোপুরি বরাদ্দ থাকে পরিবারের সদস্যদের জন্য।