মা হিসেবে কতটা মর্ডান শ্রাবন্তী? ছেলের লিভ ইন করা নিয়ে কী ভাবেন তিনি?

Published on:

মা হিসেবে কতটা মর্ডান শ্রাবন্তী? ছেলের লিভ ইন করা নিয়ে কী ভাবেন তিনি?

টলিউডের অন্যতম বহুল চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন হোক কিংবা অভিনয় অথবা সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট যেকোনো কারণেই সব সময় চর্চায় থাকেন তিনি। এবার নিজের ছেলের জীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। কতটা মডার্ন মা তিনি সেই পরিচয় দিলেন।

অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল তার ছেলে ঝিনুক লিভ ইন করলে তিনি মেনে নেবেন কিনা। এই প্রসঙ্গে একেবারে খোলাখুলি অভিনেত্রী জানান, “হ্যাঁ! অবশ্যই মেনে নেব। কারণ দিনশেষে জীবন একটাই। সকলকে তাঁদের মনের মত করে বাঁচতে দেওয়া উচিত”। মা হিসেবে ছেলেকেই সঙ্গ দিলেন তিনি।

   
 ⁠

প্রথম স্বামী রাজিবের সঙ্গে ১৩ বছর সংসার করার পর বিচ্ছেদ হয় শ্রাবন্তীর। ঝিনুক তাঁর প্রথম স্বামীরই ছেলে। এরপর অভিনেত্রী মডেল কৃষ্ণ ব্রজের প্রেমে পড়েন শ্রাবন্তী। ২০১৬ সালে বিয়ে করেন তাঁরা। কিন্তু এক বছরের বেশি সেই সংসার স্থায়ী হয়নি। বিচ্ছেদ হয়ে যায় তাদের। ২০১৭ সালে বিচ্ছেদ হয় কৃষ্ণ ব্রজ এবং শ্রাবন্তীর। তবে একে অপরের প্রতি কোনও তিক্ততা রাখেননি তাঁরা।

  
 ⁠

তারপরে ফের আবার প্রেমে পড়েন শ্রাবন্তী। ২০১৯ সালে রোশন সিং কে বিয়ে করেন তিনি। জানা গিয়েছে, শ্রাবন্তীর দ্বিতীয় স্বামী কৃষ্ণ ব্রজ ফের নতুন করে জীবন সাজিয়েছেন। দিন কয়েক আগেই বাগদান সেরেছেন তিনি। হবু স্ত্রীর সঙ্গে একাধিক ছবিও পোস্ট করেছিলেন।