বিনোদন

হবু মায়ের যত্নে বিশেষ নজর শ্রাবন্তীর! শুভশ্রীর জন্য কী করলেন অভিনেত্রী বন্ধু?

টলিউডে এখন সুখবরের ছড়াছড়ি। দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে তিন মাসের অন্তঃত্ত্বা তিনি। এখন পরিবার থেকে বন্ধু বান্ধব সকলেই যত্ন নিচ্ছেন এই হবু মায়ের। এর মধ্যেই তাঁর বন্ধু শ্রাবন্তী চট্টোপাধ্যায় করে বসলেন এক কাণ্ড।

সম্প্রতি দেখা গিয়েছিল, শুভশ্রীর সঙ্গে স্বপরিবারে পুরি ঘুরতে গিয়েছিলেন শ্রাবন্তী। সমুদ্রের ধারে বসে চলেছে আড্ডা, খাওয়াদাওয়া।শুভশ্রীর সঙ্গে অনেকটা সময় কাটাচ্ছেন তিনি। তার সঙ্গেই ভালমন্দ খাওয়াচ্ছেন হবু মা-কে।

এর মধ্যেই অন্তসত্ত্বা বন্ধুকে পাও ভাজি পাঠালেন শ্রাবন্তী। বন্ধুর পাঠানো সেই খাবারের স্বাদে মুগ্ধ রাজ-পত্নী। পাও-ভাজির ছবি ইনস্টাগ্রামে দিয়ে তিনি লিখলেন, ‘কলকাতার সেরা পাও-ভাজি।’ শ্রাবন্তীকে ধন্যবাদও জানিয়েছেন শুভশ্রী।

স্বামী সংসার নিয়ে সুখী গৃহকোণ শুভশ্রী গাঙ্গুলীর। ব্যক্তিগত জীবনের পাশাপাশি কর্মজীবনেও সফল রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী। এছাড়াও ছেলে ইউভানকে নিয়ে দারুন আনন্দেই সংসার যাপন করছেন তারা। এর মধ্যে ফের একবার খুশির খবর চক্রবর্তী পরিবারের। জানা গিয়েছিল শীঘ্রই দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন তারা। এবার তাতেই সিলমোহর পড়ল।

এদিকে এই পোস্ট করতেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন সকলে। মৌনী লেখেন, “ভালবাসা, ভালবাসা, আমি ওর সবচেয়ে প্রিয় মাসি হচ্ছি। এ নিয়ে আর কোনও সন্দেহ নেই।” অন্যদিকে শ্রাবন্তী লেখেন, “অনেক শুভেচ্ছা। ভীষণ খুশি।”

কিছুদিন আগেই অবশ্য নিজেদের ফ্যামিলি প্ল্যানিং নিয়ে মুখ খুলে ছিলেন শুভশ্রী। সেখানেই তিনি জানিয়েছিলেন, এবার তাদের ছেলে ইউভানের জন্য খেলার সঙ্গী আনতে চান তারা। অর্থাৎ আরো একটি সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন রাজ শুভশ্রী।

Back to top button