তোমাকে ছাড়া নিজের জীবন কল্পনাও করতে পারি না! ফের নতুন করে প্রেমে পড়লেন শ্রাবন্তী?

টলিউডের অন্যতম বহুল চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন হোক কিংবা অভিনয় অথবা সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট যেকোনো কারণেই সব সময় চর্চায় থাকেন তিনি। তবে আজকাল দেখা যাচ্ছে কোন রকম সোশ্যাল মিডিয়া পোস্ট হলেই ট্রোলের শিকার হতে হচ্ছে নায়িকাকে। যদিও এই বিষয়গুলিকে পাত্তা না দিয়েই নিজের মতো করে জীবনটাকে উপভোগ করছেন অভিনেত্রী। এবার এক পোস্ট দিতেই ফের জল্পনা উঠল তবে কি নতুন করে প্রেমে পড়লেন তিনি?
এক বিশেষ মানুষের সঙ্গে ছবি দিয়েছেন তিনি। তবে এই বিশেষ মানুষ কোনও পুরুষ নন, তিনি মহিলা। অভিনেত্রীর প্রিয় বন্ধু। তাঁর নাম সঞ্চারী চক্রবর্তী। এই প্রিয় বন্ধুর জন্মদিনেই ছবি পোস্ট করেছেন তিনি। তাতে সামনে রয়েছে বার্থডে কেক।
ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, “তোমাকে ছাড়া আমি আমার জীবন ভাবতেই পারি না প্রিয় বন্ধু। লাভ ইউ”। অভিনেত্রীর এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরাও। কিছুদিন আগেই এই বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন তিনি। জানা যাচ্ছে, থাইল্যান্ড থেকে ফিরে ফের দেবী চৌধুরানী ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন শ্রাবন্তী। নভেম্বরেই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে কিছুদিন আগেই নায়িকা গিয়েছিলেন থাইল্যান্ড। সেখানে চাং ফুয়াক ফারম থেকে দামিনীর সঙ্গে ছবি শেয়ার করেছেন তিনি। ছেলের বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন। এদিকে এই ছবি দেখে নেটিজেনদর একটা বড় অংশ তাঁকে তকমা দিয়েছেন, ‘ভাল শাশুড়ি’রও। তাঁদের মতে সম্পর্ক তো এমনই হওয়া উচিৎ– সহজ, সরল, নির্ভেজাল।