হেলায় হারালেন প্রিয়াঙ্কা চোপড়া, নরেন্দ্র মোদিকে! ভারতীয় হিসেবে দ্বিতীয় স্থানে উঠে এলেন শ্রদ্ধা কাপুর

Avatar

Published on:

ওহ স্ত্রী হ্যায়, কুছ ভি কর সাকতি হ্যায়! পছন্দের পুরুষের জন্মদিনে বিশেষ বার্তা শ্রদ্ধার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রিয়াঙ্কা চোপড়াকেও ছাপিয়ে গেলেন শ্রদ্ধা কাপুর। ইনস্টাগ্রামে সর্বাধিক ফলোয়ারের নিরিখে বিরাট কোহলির পরেই তিনি দ্বিতীয় ভারতীয়। মনে করা হচ্ছে তার স্ত্রী 2 ছবির সাফল্যের কারণে অনুরাগের সংখ্যা বেড়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রামে 91.8 মিলিয়ন ফলোয়ার রয়েছে যেখানে শ্রদ্ধার এখন 91.9 মিলিয়ন ফলোয়ার রয়েছে। এই ধারা বজায় থাকলে তিনি বিরাট কোহলির পরে একমাত্র ভারতীয় হয়ে উঠবেন যিনি ইনস্টাগ্রামে 100 মিলিয়ন ফলোয়ার ক্লাবে প্রবেশ করবেন।

   
 ⁠

বিরাট কোহলির এই মুহূর্তে 270 মিলিয়নেরও বেশি ফলোয়ার। এরপরেই যথাক্রমে রয়েছেন শ্রদ্ধা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর ফলোয়ারের সংখ্যা 91.3 মিলিয়ন। এরপর একে একে রয়েছেন আলিয়া ভাট, ফলোয়ার 85.2 মিলিয়ন। তারপরে ক্যাটরিনা কাইফ (80.4 মিলিয়ন), দীপিকা পাড়ুকোন (79.9 মিলিয়ন), এবং নেহা কক্কর (78.7 মিলিয়ন) রয়েছেন।

  
 ⁠

বলিউডে শ্রদ্ধা কাপুর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সর্বাধিক অনুসরণ করা অভিনেত্রী। তবে বলিউডে সালমান খান ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলো করা সেলিব্রেটি। শ্রদ্ধা
কাপুরের কমেডি স্ত্রী 2 দারুন সাফল্য লাভ করেছে। প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র 9 দিনের মাথায় ভারতে 300 কোটি টাকা ছাড়িয়েছে এর আয় ।