সুরসম্রাজ্ঞীর বায়োপিকে অভিনয় করতে চান শ্রদ্ধা! আশা পূরণ হবে কি?

Avatar

Published on:

সুরসম্রাজ্ঞীর বায়োপিকে অভিনয় করতে চান শ্রদ্ধা! আশা পূরণ হবে কি?

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের বায়োপিকে অভিনয় করতে চান শ্রদ্ধা কাপুর। সম্প্রতি নিজের এমন ইচ্ছের কথাই জানালেন অভিনেত্রী। তবে শুধু লতা মঙ্গেশকর নয় অভিনয় করতে চান নিজের মাসী পদ্মিনী কোলহাপুরের বায়োপিকেও।

তাঁর অনুরাগীদের আয়োজিত এক অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কারোর বায়োপিকে অভিনয় করার সুযোগ এলে কার বায়োপিকে অভিনয় করতে চাইবেন। সেই উত্তরেই শ্রদ্ধা কাপুর জানান, “আমি লতা মঙ্গেশকরের বায়োপিকে অভিনয় করতে চাই। জানি, এটা বড় একটা বিষয়। কিন্তু, ভবিষ্যতের কথা কেই-ই বা বলতে পারে। তাই বায়োপিকের কথা যদি হয় তাহলে আমার মাসি পদ্মিনী কোলহাপুরী আর অবশ্যই লতা মঙ্গেশকর”।

   
 ⁠

অমর কৌশিকের পরিচালনায় স্ত্রী ২ তে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। ১৫ অগাষ্ট মুক্তি পাবে এই ছবি। মধ্যপ্রদেশের চান্দেরিতে হয়েছে সেই শুটিং। এই ছবিতে এই ছবি শ্রদ্ধা ছাড়াও দেখা যাবে রাজকুমার রাও, অপারশক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠি ও অভিষেক বচ্চনকে।

  
 ⁠

অন্যদিকে, মোস্ট ওয়ান্টেড বলেও একটি ছবি আসছে শ্রদ্ধা কাপুরের। সেখানে তাঁর সঙ্গে অভিনয় করবেন দক্ষিণী সুপারস্টার রানা দাগ্গুবাতি। কিছুদিন আগেই ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে দেখা গিয়েছিল শ্রদ্ধাকে। দর্শকদের পাশাপাশে সমালোচকদেরও প্রশংসা পেয়েছেন তিনি এই সিনেমায়।