ওহ স্ত্রী হ্যায়, কুছ ভি কর সাকতি হ্যায়! পছন্দের পুরুষের জন্মদিনে বিশেষ বার্তা শ্রদ্ধার

Avatar

Published on:

ওহ স্ত্রী হ্যায়, কুছ ভি কর সাকতি হ্যায়! পছন্দের পুরুষের জন্মদিনে বিশেষ বার্তা শ্রদ্ধার

৭২ বছরে পা দিলেন শক্তি কাপুর। প্রবীণ অভিনেতার জন্মদিনে অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। একইসঙ্গে বাবার জন্মদিনে আবেগপূর্ণ বার্তা লিখেছেন শ্রদ্ধা। মেয়ের কাছ থেকে এই বার্তা আরও বিশেষ করে তুলেছে তাঁর জন্মদিনকে।

শ্রদ্ধা তার বাবার সাথে একটি সেলফি শেয়ার করেছেন। লিখেছেন, ”আজ মেরে পাসন্দিদা পুরুষ কা জনম দিন হ্যায়! শুভ জন্মদিন বাপু। ওহ স্ত্রী হ্যায়, ওহ কুছ ভি কার সাকতি হ্যায় কিউকি উসকে পাপা কা হাত হর দম উসকে সার পার হ্যায়”।

   
 ⁠

প্রবীণ এই অভিনেতা শুধুমাত্র তার কমিক চরিত্রের জন্যই নয়, খলনায়কের চরিত্রে অভিনয় করার জন্যও সুখ্যাতি অর্জন করেছেন তিনি। তিনি ১৯৭৫ সালে রঞ্জিত খানালের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন।

  
 ⁠

ফিল্ম ইন্ডাস্ট্রিতে শুরু দিকে পথ মসৃণ ছিল না। তার ক্যারিয়ারের প্রথম দিকে যথেষ্ট লড়াই করে নিজের জায়গা তৈরি করতে হয়েছে। তার কয়েক দশকের কর্মজীবনে, শক্তি কাপুর ৭০০ টিরও বেশি ছবিতে কাজ করেছেন। তার কিছু ছবি এখনও হিন্দি সিনেমার সেরা কাজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। তার জনপ্রিয় কিছু চলচ্চিত্রের মধ্যে রয়েছে রাজা বাবু, কুলি নং ১, হিম্মতওয়ালা, আন্দাজ আপনা আপনা, চুপ চুপ কে, হুলচাল এবং হাঙ্গামা।