হাইটটা ভালো, হিরো মেটেরিয়াল! জিতুর প্রশংসায় পঞ্চমুখ শ্রাবন্তী

ইতিমধ্যেই বড় পর্দায় শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধেছেন জিতু কমল। তাদের দুটো সিনেমা করা হয়ে গিয়েছে একসঙ্গে। এবার অভিনেতা কে নিয়ে প্রশংসার বন্যা বইয়ে দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
জিতু কামাল এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি ‘আমি আমার মতো’-তে দেখা যাবে একসঙ্গে। এর আগে বাবুসোনা ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই জুটি। একে অপরের সঙ্গে কাজ করার প্রসঙ্গে আগেই শ্রাবন্তীকে নিয়ে প্রশংসা করেছিলেন জিতু। এবার অভিনেতার পালটা প্রশংসা করলেন অভিনেত্রী।
এদিন এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, “তখন ও সিরিয়াল করত। আমরা একসঙ্গে মহালয়া করেছিলাম। ও শিবের চরিত্রে অভিনয় করে। ওকে অত্যন্ত প্রমিসিং লাগে। ওর অভিব্যক্তি, অভিনয় ভালো লাগে। হাইটটাও ভালো। যাকে বলে হিরো মেটিরিয়াল”
অভিনেত্রী আরো বলেন, “ও ফ্লোরে কাজ নিয়ে একাগ্র। অত্যন্ত সচেতন। ও দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। অনেক নায়িকা বড় হিরো ছাড়া কাজ করতে আগ্রহী হন না। অনেকে তো হিরোদের সঙ্গেও কাজ করতে চান না। ওর মধ্যে এই সমস্ত বিষয় নেই। ওর জন্য স্ক্রিপ্টটাই আসল।”