আমি এখনও কেন ভয়ের কারণ? অবাঞ্ছিত ফোনে বিরক্ত শ্রীলেখা নিলেন এই পদক্ষেপ

Published on:

চেহারা নিয়ে কাটাছেঁড়া! সোশ্যাল মিডিয়ায় সরব হলেন শ্রীলেখা

গত বছরেই অনলাইনে প্রতারণার শিকার হয়ে লক্ষ লক্ষ টাকা হারিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সাইবার সেলের দ্বারস্থ হয়েছেন তিনি। নিজেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী জানিয়েছিলেন সেই কথা। এবার ফের একবার তাঁর ফোন নম্বর ছড়ানোয় বিরক্তিকর পরিস্থিতির শিকার অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা লেখেন, “অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আমার নাম ব্যবহার করে ফোন নম্বর ছড়িয়ে দিচ্ছে। আর এই পুরো বিষয়টাই ঘটিয়ে টেলিগ্রামে। যার ফলে নিত্যদিন অন্তত দশটা পনেরোটা করে ভুয়ো ফোন আসছে। আর সকলেই দাবি করছে যে, তাদের নাকি আমার সঙ্গে কথা হয়েছে টেলিগ্রামে। কার পাকা ধানে মই দিলাম, ভাবছি।” সরাসরি হুমকির সুরেই তিনি বলেন, “তুমি যে-ই হও না কেন, আমি কেন এখনও তোমাদের কাছে ভয়ের কারণ?”শ্রীলেখা নিজেও পোস্টের কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন।

   
 ⁠

গত বছর সেপ্টেম্বর নাগাদ ভুয়ো ফোন কলের পাল্লায় পড়ে লক্ষাধিক টাকা খোয়া গিয়েছিল তাঁর। ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন, “কত টাকা খোয়া গিয়েছে, সেকথা উল্লেখ করতে চাই না। তবে লক্ষাধিক টাকার জালিয়াতির শিকার আমি। থানায় গিয়েছি। সাইবার সেলের সঙ্গেও যোগাযোগ করেছি। খবর পাওয়ার পর পুলিশও পদক্ষেপ করেছে। বাকি এখন সবটাই সময়সাপেক্ষ”।

  
 ⁠

জানা গিয়েছে, তাঁর কাছে অচেনা নম্বর থেকে এক ফোন এসেছিল। তাঁরা তাঁকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলে। সেই মত তিনি ওই অ্যাপ ডাউনলোড করেন। তাঁদের নির্দেশ মত যাবতীয় তথ্য দেন। এরপরেই তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় লক্ষাধিক টাকা।