বিনোদন

জন্মদিনে ছোটবেলার ছবি দিয়ে আবেগে ভাসলেন শ্রীলেখা! কী লিখলেন অভিনেত্রী?

ছোট বেলার স্মৃতি সবসময়ই মধুর। যতই সবাই বড় হয়ে যাক না কেন বারবার ফিরে যেতে মন চায় ছোটবেলায়। আর তাই হয়তো ছোট বেলার ছবি দেখেই আমরা সেই দুধের স্বাদ খানিকটা ঘোলে মেটানোর চেষ্টা করি। তাই এবার সেই রকম ইচ্ছে নিয়েই ছোটবেলার এক ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। জন্মদিনে নিজের ছোটবেলার ছবি পোস্ট করে আবেগে ভাসলেন শ্রীলেখা মিত্র।

ইতিমধ্যেই হাফ সেঞ্চুরি পার করেছেন অভিনেত্রী। বয়স কখনোই তাঁর কাছে বাধা হয়ে দাঁড়ায় নি। নিজের শর্তে নিজের মত করে বাঁচেন তিনি। চেহারা নিয়ে কটাক্ষ জুটলেও তাঁকে তেমন পাত্তা দেননি কোনও কালেই। বরং নিজের ভারী চেহারা নিয়েও দিব্যি স্টাইল স্টেটমেন্ট মেনটেন করে গিয়েছেন।

এবার জন্মদিনে পুরনো ছবি আপলোড করে আবেগে ভাসলেন তিনি। তিনটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে ক্যাপশনে লিখেছেন, “এক সময় আমিও রোগা ছিলাম হ্যাপি বার্থ ডে টু মি”।একটিতে নাচের পোজে অভিনেত্রীকে দেখা যাচ্ছে। আরেকটি হয়তো ভাইয়ের সঙ্গে সমুদ্রের পাড়ে গিয়েছিলেন অভিনেত্রী। তৃতীয় ছবিটি সাদা-কালো। ছবিটি খুবই ছোটবেলায় তোলা।

এদিকে অভিনেত্রীর কন্যা ডেঙ্গু আক্রান্ত। গত রবিবারই সে কথা জানিয়েছিলেন তিনি। তবে ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠছে বলেও জানান শ্রীলেখা। তবে শরীর ও মন কোনোটাই ভালো না থাকায় তিনি জন্মদিনের আগের রাতেই লেখেন, “এ বছর আমার জন্মদিন সেলিব্রেট করার মুড নেই, দয়া করে ফোন করবেন না”।

Back to top button