কেন শ্রীলেখাকে এখন পর্দায় দেখা যায় না? চাঁচাছোলা জবাব দিলেন অভিনেত্রী

Published on:

কেন শ্রীলেখাকে এখন পর্দায় দেখা যায় না? চাঁচাছোলা জবাব দিলেন অভিনেত্রী

টলি ইন্ডাস্ট্রিটে যে কজন অভিনেত্রী নিজের শর্তে বাঁচেন তাদের মধ্যে অন্যতম শ্রীলেখা মিত্র। কোনও কালেই সমালোচকদের পাত্তা দেননি তিনি। বরং নিন্দুকদের তোয়াক্কা না করেই নিজের মত করে জীবনকে উপভোগ করছেন অভিনেত্রী।

ইন্ডাস্ট্রি থেকে শুরু করে অনেকেরই প্রশ্ন, কেন শ্রীলেখাকে এখন পর্দায় দেখা যায় না? এই নিয়ে বহু গুজবও রয়েছে। তবে সেই সব কিছুকে পাত্তা না দিয়ে চাঁচাছোলা জবাব দিয়েছেন তিনি। কাজ না পাওয়ায় পেছনে পরোক্ষ ভাবে দায়ী করেছেন এই ইন্ডাস্ট্রিকেই।

   
 ⁠

শ্রীলেখা এক সাক্ষাৎকারে স্পষ্ট বলেন, “ইন্ডাস্ট্রির যারা কাজ করে, প্রশ্নটাতো তাঁদের করা উচিত। আমাকে স্পনসর করার কেউ নেই। আমি মনে করি, আমার কাজের প্রতি আমার নিজের যে সম্মান সেটাই চলে যাবে যদি অন্য কোনও উপায় অবলম্বন করি। আর কাজের ব্যাপারে খুব অহংকারী”।

  
 ⁠

অভিনেত্রীর সংযোজন, “আজকের দিনে সেভাবে কাজ না পাওয়া নিয়ে আক্ষেপ বা দুঃখ কিছুই নেই আমার। দিনের পর দিন যখন কাজ ছিল না… চাইলেই হয়তো সিরিয়াল করতে পারতাম। আমার কোনওদিন কোনও পিআর ছিল না। আমার মনে হয় না, কেউ বলবে আমি কোনও প্রোজেক্টে বাজে অভিনয় করেছি”।

নয় নয় করেও প্রায় ৩০ বছর কাটিয়ে ফেলেছেন তিনি ইন্ডাস্ট্রিতে। ইতিমধ্যেই হাফ সেঞ্চুরি পার করেছেন অভিনেত্রী। বয়স কখনোই তাঁর কাছে বাধা হয়ে দাঁড়ায় নি। নিজের শর্তে নিজের মত করে বাঁচেন তিনি। চেহারা নিয়ে কটাক্ষ জুটলেও তাঁকে তেমন পাত্তা দেননি কোনও কালেই। বরং নিজের ভারী চেহারা নিয়েও দিব্যি স্টাইল স্টেটমেন্ট মেনটেন করে গিয়েছেন।