টলি ইন্ডাস্ট্রিটে যে কজন অভিনেত্রী নিজের শর্তে বাঁচেন তাদের মধ্যে অন্যতম শ্রীলেখা মিত্র। কোনও কালেই সমালোচকদের পাত্তা দেননি তিনি। বরং নিন্দুকদের তোয়াক্কা না করেই নিজের মত করে জীবনকে উপভোগ করছেন অভিনেত্রী। নিজের মেয়ের ছবিও প্রকাশ করেননি আগে। কিন্তু কেন?
চলতি মাসের ৭ তারিখ জন্মদিন শ্রীলেখার মেয়ে ঐশীর। তার আগে এবার মেয়ের ছবি দিলেন অভিনেত্রী। সাবেকি লুকে এদিন মেয়ের মুখের অর্ধেক অবয়ব ছবি দেন শ্রীলেখা। হাতে গোলাপ, কাজল কালো চোখ, নাকে নোলক, কানে ঝুমকো, কপালে ছোট্ট টিপ পরে অনবদ্য লাগছিল ঐশীকে।
জানা যায়, ঐশী সোশ্যাল মিডিয়া থেকে শত যোজন দূরে। এই যুগে এসেও প্রযুক্তির অত্যাধুনিকতা বশ করতে পারেনি তাঁকে। কেন মেয়ের ছবি সোশ্যালে পোস্ট করেন না শ্রীলেখা? এক কৌতুহলী ভক্তের প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘ওহ চায় না। রেগে যায়’।
১৯ বছরের ঐশী চলতি বছর আইএসসি-র পরীক্ষায় ৯৮ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছে।বই-থিয়েটার নিয়েই মেতে থাকে সে। শ্রীলেখা ও তাঁর প্রাক্তন স্বামী শিলাদিত্য সান্যালের একমাত্র মেয়ে মাইয়্যা ওরফে ঐশী।