শ্রীলেখার পুরোনো পোস্ট নিয়ে নোংরামি! আইনি পথে যাচ্ছেন অভিনেত্রী

Avatar

Published on:

শ্রীলেখার পুরোনো পোস্ট নিয়ে নোংরামি! আইনি পথে যাচ্ছেন অভিনেত্রী

টলি ইন্ডাস্ট্রিটে যে কজন অভিনেত্রী নিজের শর্তে বাঁচেন তাদের মধ্যে অন্যতম শ্রীলেখা মিত্র। কোনও কালেই সমালোচকদের পাত্তা দেননি তিনি। বরং নিন্দুকদের তোয়াক্কা না করেই নিজের মত করে জীবনকে উপভোগ করছেন অভিনেত্রী। এবার নিজের মতামত সোশ্যাল মিডিয়ায় কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানালেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় এক পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মদের গ্লাস হাতে শ্রীলেখা। জন্মদিনের সেই রাতের ছবি এডিট করে লেখা হয়েছে, “আরজি কর আন্দোলন থেকে ফিরে মাকু শ্রীলেখার মদ নিয়ে নাচন কোদন। আমরা বিচার চাই।”

   
 ⁠

এর তীব্র প্রতিবাদ করেছেন অভিনেত্রী। পাল্টা তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “২ বছর আগের পোস্ট। আমার জন্মদিনের এই ছবি। যা এডিট করে হ্যাপি বার্থডে পোস্টটাই মুছে দিয়েছে। ৩০ অগস্ট আবার আমার জন্মদিন আসছে। তখন না হয় এটা করতে ভাই। আর একটা কথা আমি নিজের পয়সায় দামি ওয়াইন খাই। তোমাদের চুরির টাকায় নয়”।

  
 ⁠

অভিনেত্রীর সংযোজন, “বর্তমানে যদি আমার ব্যাপারে কিছু বলার থাকে তাহলে কোনও দ্বিধা না করে পোস্ট করুন। দু’বছরের পুরনো ছবি যে বা যারা পোস্ট করছ কিছু শাসানি না পেয়ে, সবাই মার্ক করে রাখা হচ্ছে ভাই। আইনি পদক্ষেপ করছি”।