বিনোদন

শিক্ষক দিবসে কাঞ্চন মল্লিককে শ্রদ্ধা শ্রীময়ীর! সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি দিতেই কটাক্ষ নেটিজেনদের

কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের প্রেমের গুঞ্জনে সরগরম টেলি পাড়া। এরমধ্যেই শিক্ষক দিবসে অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করে তাঁকে শ্রদ্ধা জানালেন শ্রীময়ী। ব্যাস এখানেই শুরু বিতর্ক। কটাক্ষের ঝড় নেট পাড়ায়।

আজ শিক্ষক দিবস। নিজেদের জীবনের চলার পথ প্রদর্শক তথা শিক্ষকদের শ্রদ্ধা জানাচ্ছেন সকলে। অনেকেই এই শ্রদ্ধা জানানোর জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছেন। বাদ যাচ্ছেন না সেলিব্রেটিরাও। তেমনই নিজের বাবা, মা, খরাজ মুখোপাধ্যায়, প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীদের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। একইসঙ্গে দিয়েছেন কাঞ্চন মল্লিকের ছবিও। আর এই ছবি দেখেই টিপ্পনি কাটতে শুরু করেছেন নেটাগরিকরা।

ছবিতে ক্যাপশনে শ্রীময়ী লিখেছেন, “আমার জীবনে পাওয়া শ্রেষ্ঠ শিক্ষক এবং শিক্ষিকা। যারা শুধু আমাকে পুঁথিগত বিদ্যায় শিক্ষিত করেনি। জীবনের এবং মানবিকতার মূল্যবোধ শিখিয়েছে। জীবনে সঠিক পথে চলার পরামর্শ দিয়েছে। এবং এখনও জীবনে সঠিকভাবে মাথা উঁচু করে চলার পরামর্শ দিচ্ছে”।

অভিনেত্রী আরও লেখেন, “এখনও অনেক কিছু শেখার এবং জানার বাকি আছে। আমি মেনে চলি মাথা নিচু করে শিখতে হয়। মাথা উঁচু করে বাঁচতে হয়। আমার সকল প্রিয় শিক্ষকদের ধন্যবাদ, যারা শুধু আমার শিক্ষকই নন, তারা আমার বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শকও… আপনাদের মতো মহান শিক্ষক পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি”।

তবে কাঞ্চন মল্লিকের থেকে তিনি কী শিখেছেন জানতে চাইলে এক সাক্ষাৎকারে তিনি জানান, ” জীবনের বিভিন্ন মুহূর্তে কীভাবে ধৈর্য রাখতে হয়। নানা ওঠাপড়ায় কেমন করে মনের জোর রাখতে হয় সবটাই শিখেছি কাঞ্চনদার থেকে”।

Back to top button