সবটাই খোলা খাতা, এখন শুধু চাই….! মা হওয়ার পর নতুন উপলব্ধির কথা জানালেন শ্রীময়ী

Published on:

নাবালিকা বয়সেই বিবাহিত কাঞ্চনকে মনের কথা জানিয়েছিলেন শ্রীময়ী! পাল্টা জবাবে কী বলেছিলেন অভিনেতা?

শ্রীময়ী-কাঞ্চনের বিয়ের তারিখ আর সন্তানের জন্মের তারিখ নিয়ে অঙ্ক কষতে শুরু করেছে নেটপাড়া। বিয়ের ৮ মাস পূরণ হতে না হতেই মা হয়েছেন শ্রীময়ী। এই নিয়ে শুরু হয়েছে কটাক্ষের ঝড়। তবে এই সব কিছুতে পাত্তা না দিয়ে এখন মাতৃত্ব উপভোগ করতেই ব্যস্ত অভিনেত্রী।

শহরের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। সামাজিক বিয়ের সাত মাসের মাথাতেই সন্তান এলো কাঞ্চন শ্রীময়ীর ঘরে। এখন সুস্থ রয়েছেন মা ও সদ্যোজাত। মেয়ের নামও প্রকাশ্যে এসেছে।

   
 ⁠

এবার যাবতীয় ট্রোল ও কটাক্ষের জবাব দিয়ে তিনি বলেন, “আমার জীবনের সবটাই খোলা খাতার মতো। যখন যেটা হয়েছে সব জানিয়েছি। এখন শুধু ওই একরত্তিকে ভালো ভাবে বড় করতে চাই”।সন্তানের নাম রাখা হয়েছে কৃষভি। বাংলা ভাষায় এই নাম বেশ আন-কমন। সংস্কৃত থেকে উৎপত্তি এই নামের। ভগবান কৃষ্ণের আরেকটি নাম কৃষভি।

  
 ⁠

তাঁর কথায়, মেয়ের ঘুম ভেঙে যাওয়ার ভয়ে এখন আস্তে আস্তে কথা বলেন। আর সারাক্ষণ অপলক দৃষ্টিতে মেয়ের দিকেই তাকিয়ে থাকেন। বললেন, ‘মনে হচ্ছে চোখের সামনে একটা তুলোর পুতুল শুয়ে আছে।’

অন্তঃসত্ত্বাকালীন সময়ের অভিজ্ঞতা ভাগ করলেন শ্রীময়ী লিখেছিলেন, “অনেক দিনের এই যাত্রাপথ। ৯ মাসের। এই যাত্রায় ছিল শারীরিক ও মানসিক ওঠা-নামা। এই যাত্রায় ছোট্ট একটা প্রাণ লাথি মারছিল আমার ভিতর। যা কিনা আশীর্বাদের মতো। অবশেষে অনেক অপেক্ষার পর আমার পরী এল। আর তাঁকে দেখার পরেই আমার সমস্ত যন্ত্রণা, এতদিনের সব অনুভূতি সত্যিই সার্থক হল”।