এক সময় বালিশে মুখ গুঁজে কাঁদতেন কাঞ্চন! তারপরেই হঠাৎ…. কোন রহস্য ফাঁস করলেন শ্রীময়ী?

Avatar

Published on:

এক সময় বালিশে মুখ গুঁজে কাঁদতেন কাঞ্চন! তারপরেই হঠাৎ.... কোন রহস্য ফাঁস করলেন শ্রীময়ী?

বিয়ে সেরে সাগর পাড়ে নিভৃতে হানিমুন পর্ব কাটিয়ে ফিরেছেন শ্রীময়ী-কাঞ্চন। মালদ্বীপে গিয়েছিলেন মধুচন্দ্রিমা কাটাতে। সেখান থেকে একের পর এক ভালোবাসার আদরে মাখা ছবি আপলোড করেছেন অভিনেত্রী। এবার দেশে ফিরে কাঞ্চনকে নিয়ে বিশেষ কিছু কথা বললেন শ্রীময়ী।

কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় একমাত্র চর্চার বিষয় কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ে। তাঁরা কিভাবে বিয়ে করছেন কতটা জাঁকজমক হচ্ছে অনুষ্ঠান এই সব কিছুই জানতে উৎসুক ছিলেন অনুরাগীরা। পিঙ্কির সঙ্গে বিচ্ছেদ শেষে নিজের থেকে অর্ধেক বয়েসী শ্রীময়ীকে বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কাঞ্চনের বিয়ের নানান মুহূর্ত। নতুন বউয়ের সঙ্গে খুনসুটি হোক বা চুমু খাওয়া সব কিছুই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

   
 ⁠

শ্রীময়ী বলেন, “কাঞ্চন একেবারে পজেসিভনেস দেখায় না। বোঝায়ও না। কাঞ্চন হচ্ছে খুব নরম স্বভাবের। এটা ভাল গুণও বলতে পারো, খারাপ গুণও বলতে পারো। কাঞ্চন হচ্ছে মুখ চোরা। এমনও হয়েছে দিনে হয়তো গুনে গুনে তিনবার আমি তোমায় ভালবাসি বলেছে। প্রেমিক মানুষ। প্রেমটা আছে। কিন্তু সমস্যা হচ্ছে ও পজেসিভনেসটা দেখায় না”।

  
 ⁠

তিনি আরও বলেন, কিন্তু যখন পরিস্থিতি তৈরি হয়, তখন ও বুঝিয়ে দেয়, মনে হচ্ছে কোথাও সে অসুরক্ষিত। এমনকি তিনি একটা সময় কাঞ্চনকে একাঘরে বালিশে মুখ গুজে কাঁদতেও দেখেছেন বলে জানান। কাঞ্চনও স্বীকার করে বলেছেন, “সত্যি আমি ভাগ্যবান। এমনটা একটা সময় শ্রীময়ী আমার পাশে ছিল, আমি ধূমপান করতাম, মদ্যপান করতাম, সেখান থেকে আমি এখন ধূমপান করি না, মদ্যপান করি না, এটার জন্য আমার যদি ২৫ শতাংশ অবদান থাকে, ওর ৭৫ শতাংশ আছে। যখন রাজনৈতিক নির্বাচন হয়, আমার প্রচারের সমস্ত দায়িত্বে ও ছিল। আমি ঘুরতে যেতাম না, আজ আমি লাদাখ গেছি, মানালি গিয়েছি”।