সমস্ত যন্ত্রণা সার্থক! মা হওয়ার পরেই অন্তঃসত্ত্বা অবস্থার অভিজ্ঞতা জানালেন শ্রীময়ী

Published on:

নাবালিকা বয়সেই বিবাহিত কাঞ্চনকে মনের কথা জানিয়েছিলেন শ্রীময়ী! পাল্টা জবাবে কী বলেছিলেন অভিনেতা?

বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই মা হয়েছেন শ্রীময়ী চট্টরাজ। সামাজিক বিয়ের সাত মাসের মাথাতেই সন্তান এলো কাঞ্চন শ্রীময়ীর ঘরে। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কাঞ্চনের তৃতীয় স্ত্রী। এখন সুস্থ রয়েছেন মা ও সদ্যোজাত। এবার মা হওয়ার অনুভূতির কথা জানালেন অভিনেত্রী।

শহরের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। অন্তঃসত্ত্বাকালীন সময়ের অভিজ্ঞতা ভাগ করলেন শ্রীময়ী। লিখলেন, “অনেক দিনের এই যাত্রাপথ। ৯ মাসের। এই যাত্রায় ছিল শারীরিক ও মানসিক ওঠা-নামা। এই যাত্রায় ছোট্ট একটা প্রাণ লাথি মারছিল আমার ভিতর। যা কিনা আশীর্বাদের মতো। অবশেষে অনেক অপেক্ষার পর আমার পরী এল। আর তাঁকে দেখার পরেই আমার সমস্ত যন্ত্রণা, এতদিনের সব অনুভূতি সত্যিই সার্থক হল”।

   
 ⁠

গতকালই শ্রী বলেছিলেন, “কাঞ্চন আমার সঙ্গে ছিল। সারা ক্ষণ পাশে বসে গল্প করেছে। অস্ত্রোপচারে মেয়ের জন্মের পরেই আনন্দে চিৎকার করে ওঠে”। এখনও পাঁচ দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে তাদের।

  
 ⁠

সন্তানের নাম রাখা হয়েছে কৃষভি। কাঞ্চন সংবাদমাধ্যমে বলেন, “ঘরে লক্ষ্মী এসেছে। মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছে। শ্রীময়ীকে বলেছিলাম খবরটা চেপে রাখতে। কিন্তু শেষপর্যন্ত তা ফাঁস হয়ে গিয়েছে। মাঝে শ্রীময়ী একটু অসুস্থ হয়ে পড়েছিল। তবে এখনও ওরা দুজনেই সুস্থ রয়েছে”।

কাঞ্চন আরও বলেন, “ওকে পেয়ে আমরা খুবই খুশি। মা লক্ষ্মী ঘরে এল। আজ অন্নকূট। ও মা লক্ষ্মী। ও যেন ভালো থাকে। সবাই ওর জন্য প্রার্থনা করুন”।

ইনস্টাগ্রামেও পুনরায় বাবা হওয়ার আনন্দে পোস্ট করেছেন কাঞ্চন। সেখানে তিনি লিখেছেন, ‘এই শুভ মুহূর্তে আমাদের জীবনের সেরা খবরটা আমরা জানাতে পেরে গর্বিত। আমরা এখন তিন জনের পরিবার….আমাদের মেয়ে কৃশভিকে আর্শীবাদ করবেন’। গত ২রা মার্চ ধুমধাম করে কাঞ্চন মল্লিকের সঙ্গে সাত পাক ঘুরেছেন শ্রীময়ী। আইনি বিয়েটা অবশ্যই গত ফ্রেবুয়ারিতেই সেরে ফেলেছিলেন দুজনে।