বিনোদন

উলের বিকিনিতে উষ্ণ শ্রীময়ী! ছবি প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় ট্রোলড অভিনেত্রী

ছোট পর্দার চেনা মুখ শ্রীময়ী চট্টরাজ। বর্তমানে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এ সুধাময়ী চরিত্রে অভিনয় করছেন তিনি। একাধিক বার জড়িয়েছেন বিতর্কে। তবে এবার বিকিনি পড়া ছবি দিতেই বডি শেমিংয়ের শিকার হলেন অভিনেত্রী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ছবি দিয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। সেখানে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে ক্রুশের কাজ করা বিকিনি পড়ে উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী। আর এই ছবি দেখেই সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তবে কেউ কেউ প্রশংসাও করেছেন।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, “মনে রাখবেন যে সুখ, ভ্রমণের একটি উপায় – একটি গন্তব্য নয়।” এদিকে ছবি দেখে, নেটিজেনের একাংশ মনে প্রশ্ন তুলেছেন, তাহলে কি সঙ্গে রয়েছেন কাঞ্চন? মন্তব্য করে অনেকেই জানতে চেয়েছেন, ফটো কে তুলে দিয়েছে। আবার কেউ লিখেছেন, “কাঞ্চনদা কোথায় এক সঙ্গে দুজনে বিকিনি পরে ক্যামেরাবন্দি হলে আরও ভাল লাগতো।”

উলের বিকিনিতে উষ্ণ শ্রীময়ী! ছবি প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় ট্রোলড অভিনেত্রী
উলের বিকিনিতে উষ্ণ শ্রীময়ী! ছবি প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় ট্রোলড অভিনেত্রী

জানা গিয়েছে, অভিনেত্রী এবার গিয়েছেন থাইল্যান্ডে। সেখান থেকেই ছবি পোস্ট করেছেন তিনি। ফুকেটের বীচ থেকে স্যুইমিং পুলের নানা মুহূর্ত তিনি শেয়ার করছেন নেটমাধ্যমে। কখনও নিয়ন সবুজ রঙা টু-পিস, আবার কোনও ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরনে কালো রঙা স্যুইমওয়্যার।

Back to top button