গসিপ

যত্ন গুলো আর অযত্নে পালন হবে না! তবে কি প্রেম ভাঙছে ঋত্বিক-শ্রীতমার

টালিগঞ্জে ফের প্রেম ভাঙার গুঞ্জন। পুজোর আগেই বিষাদের সুর। কান পাতলেই শোনা যাচ্ছে, ঋত্বিক আর শ্রীতমার মধ্যে নাকি দূরত্ব বাড়ছে। মন দিতে চাই’-এর নায়ক নাকি আনফলো করে দিয়েছে দোয়েল ওরফে শ্রীতমাকে।

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ঘটা করে জন্মদিনে শ্রীতমাকে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেতা। কিন্তু রাতারাতি সেই সব পোস্ট ডিলিট করে দিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম থেকে একের পর এক পোস্ট মুছে দিয়েছেন ঋত্বিক। যদিও কারণ নিয়ে মুখ খোলেন নি কোনও পক্ষই।

সোশ্যাল মিডিয়ায় দুজনের খুনসুটিও বরাবর নজর কাড়ত। কিন্তু হঠাৎ করে হলটা কী? যদিও প্রেম প্রসঙ্গ বরাবরই এড়িয়ে গিয়েছেন দুজনে। এদিকে, ব্রেক-আপ চর্চার মাঝেই ইনস্টায় একটি পোস্ট লেখেন ঋত্বিক- ‘যত্ন গুলো আর অযত্নে পালন হবে না, নিশ্চিন্ত।’ কার উদ্দেশে এই রহস্যময় বার্তা? স্পষ্ট করেননি অভিনেতা কিছুই।

তবে তাদের সম্পর্কের গুঞ্জন উঠতেই একবার এক সাক্ষাৎকারে ঋত্বিক বলেছিলেন, “এই কথাটার সত্যটার বিচারের দায় কী আমার? সত্যি না মিথ্যে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। দর্শক যেটা ভাবছে ভাবুক। আসল সত্যিটা এমন কিছু নয়। আমরা একসঙ্গে কাজ করছি। আমি, অরুণিমা, সোমাশ্রী, শ্রীতমা, রব-আমাদের একটা গ্রুপ তৈরি হয়েছে, চিল্লার পার্টি। প্রায়ই একসঙ্গে আড্ডা দেওয়া চলে, খাওয়া-দাওয়া চলে এই আর কী”।

Back to top button